Young Captains in IPL: আইপিএলে কম বয়সে নেতৃত্ব দিয়েছেন যাঁরা…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 28, 2023 | 7:30 AM

IPL 2024, Shubman Gill: গুজরাট টাইটান্সে নেতৃত্ব সঙ্কট! প্রাথমিক ভাবে এমনটাই মনে করা হয়েছিল। ২০২২ সালে আইপিএল অভিষেক হয় গুজরাট টাইটান্সের। নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। প্রথম বারই চ্যাম্পিয়ন। গত বার হার্দিকের নেতৃত্বেই রানার্স হয় টাইটান্স। এ মরসুমেও টাইটান্সের রিটেনশন লিস্টে ছিল হার্দিকের নাম। যদিও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতিতে ট্রেডিংয়ে হার্দিক ফেরেন তাঁর পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে। গুজরাট টাইটান্স স্কোয়াডে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও নেতৃত্ব দেওয়া হয়েছে ২৪ বছরের শুভমন গিলকে। তিনিই আইপিএলে কণিষ্ঠতম অধিনায়ক নন। কম বয়সে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন যাঁরা, দেখে নিন।

1 / 8
আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখনও অবধি বিরাট কোহলির দখলেই। আইপিএলের উদ্বোধনী সংস্করণ থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন বিরাট কোহলি। আরসিবিকে প্রথম বার নেতৃত্ব দেন ২০১১ সালে। বিরাটের তখন ২২ বছর। তৎকালীন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরির চোট থাকায় নেতৃত্ব দেন বিরাট। (ছবি-X)

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখনও অবধি বিরাট কোহলির দখলেই। আইপিএলের উদ্বোধনী সংস্করণ থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন বিরাট কোহলি। আরসিবিকে প্রথম বার নেতৃত্ব দেন ২০১১ সালে। বিরাটের তখন ২২ বছর। তৎকালীন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরির চোট থাকায় নেতৃত্ব দেন বিরাট। (ছবি-X)

2 / 8
পরের আইপিএলে অর্থাৎ ২০১২ সালে পুনে ওয়ারিয়র্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। তিনিও বিরাট কোহলির মতোই ২২ বছরে নেতৃত্ব দেন। যদিও কয়েক মাসের হেরফের। বিরাট ২২ বছর ১৮৭ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন। স্মিথ ২২ বছর ৩৪৪ দিন। (ছবি-X)

পরের আইপিএলে অর্থাৎ ২০১২ সালে পুনে ওয়ারিয়র্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। তিনিও বিরাট কোহলির মতোই ২২ বছরে নেতৃত্ব দেন। যদিও কয়েক মাসের হেরফের। বিরাট ২২ বছর ১৮৭ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন। স্মিথ ২২ বছর ৩৪৪ দিন। (ছবি-X)

3 / 8
আইপিএলে সবচেয়ে কম বয়সে নেতৃত্বের তালিকায় রয়েছেন সুরেশ রায়নাও। ২০১০ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির কনুইয়ে চোট থাকায় তিন ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব  দেন রায়না। তখন তাঁর বয়স ২৩ বছর। (ছবি-X)

আইপিএলে সবচেয়ে কম বয়সে নেতৃত্বের তালিকায় রয়েছেন সুরেশ রায়নাও। ২০১০ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির কনুইয়ে চোট থাকায় তিন ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দেন রায়না। তখন তাঁর বয়স ২৩ বছর। (ছবি-X)

4 / 8
তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ারও। আইপিএলে তিনি প্রথম নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসকে। ২০১৮ সালে দিল্লিকে নেতৃত্ব দেন ২৩ বছর বয়সে। পরবর্তীতে নাইট রাইডার্সের অধিনায়ক হন শ্রেয়স। (ছবি-X)

তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ারও। আইপিএলে তিনি প্রথম নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসকে। ২০১৮ সালে দিল্লিকে নেতৃত্ব দেন ২৩ বছর বয়সে। পরবর্তীতে নাইট রাইডার্সের অধিনায়ক হন শ্রেয়স। (ছবি-X)

5 / 8
একই ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। চোটের কারণে গত মরসুমে খেলতে পারেননি ঋষভ। ২০২১-এর আইপিএলে ২৩ বছর বয়সে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন। ক্রমশ ফিট হয়ে উঠছেন ঋষভ। আগামী মরসুমে ঋষভই নেতৃত্ব দেবেন ক্যাপিটালসকে। (ছবি-X)

একই ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। চোটের কারণে গত মরসুমে খেলতে পারেননি ঋষভ। ২০২১-এর আইপিএলে ২৩ বছর বয়সে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন। ক্রমশ ফিট হয়ে উঠছেন ঋষভ। আগামী মরসুমে ঋষভই নেতৃত্ব দেবেন ক্যাপিটালসকে। (ছবি-X)

6 / 8
গুজরাট টাইটান্স প্রথম আইপিএল খেলে ২০২২ সালে। হার্দিক পান্ডিয়া অধিনায়ক ছিলেন। সে মরসুমে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ খান। তিনিও ২৩ বছরে নেতৃত্ব দেন। (ছবি-X)

গুজরাট টাইটান্স প্রথম আইপিএল খেলে ২০২২ সালে। হার্দিক পান্ডিয়া অধিনায়ক ছিলেন। সে মরসুমে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ খান। তিনিও ২৩ বছরে নেতৃত্ব দেন। (ছবি-X)

7 / 8
তালিকায় রয়েছেন দীনেশ কার্তিকও। ২০১০ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসকে (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ কার্তিক। সে সময় তাঁর ২৪ বছর। (ছবি-X)

তালিকায় রয়েছেন দীনেশ কার্তিকও। ২০১০ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসকে (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ কার্তিক। সে সময় তাঁর ২৪ বছর। (ছবি-X)

8 / 8
আইপিএলের গত সংস্করণে শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন স্যাম কারান। ২৪ বছরে আইপিএলে নেতৃত্বে অভিষেক। যদিও নিয়মিত অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ানই। (ছবি-X)

আইপিএলের গত সংস্করণে শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন স্যাম কারান। ২৪ বছরে আইপিএলে নেতৃত্বে অভিষেক। যদিও নিয়মিত অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ানই। (ছবি-X)

Next Photo Gallery
IPL 2024 Auction: চব্বিশের আইপিএল নিলামে কোন দল আর কতজন ক্রিকেটারকে নিতে পারবে জানেন?
Shubman Gill: আইপিএলে কতটা ‘শুভ’ গিলের সফর?