আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখনও অবধি বিরাট কোহলির দখলেই। আইপিএলের উদ্বোধনী সংস্করণ থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন বিরাট কোহলি। আরসিবিকে প্রথম বার নেতৃত্ব দেন ২০১১ সালে। বিরাটের তখন ২২ বছর। তৎকালীন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরির চোট থাকায় নেতৃত্ব দেন বিরাট। (ছবি-X)
পরের আইপিএলে অর্থাৎ ২০১২ সালে পুনে ওয়ারিয়র্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। তিনিও বিরাট কোহলির মতোই ২২ বছরে নেতৃত্ব দেন। যদিও কয়েক মাসের হেরফের। বিরাট ২২ বছর ১৮৭ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন। স্মিথ ২২ বছর ৩৪৪ দিন। (ছবি-X)
আইপিএলে সবচেয়ে কম বয়সে নেতৃত্বের তালিকায় রয়েছেন সুরেশ রায়নাও। ২০১০ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির কনুইয়ে চোট থাকায় তিন ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দেন রায়না। তখন তাঁর বয়স ২৩ বছর। (ছবি-X)
তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ারও। আইপিএলে তিনি প্রথম নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসকে। ২০১৮ সালে দিল্লিকে নেতৃত্ব দেন ২৩ বছর বয়সে। পরবর্তীতে নাইট রাইডার্সের অধিনায়ক হন শ্রেয়স। (ছবি-X)
একই ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। চোটের কারণে গত মরসুমে খেলতে পারেননি ঋষভ। ২০২১-এর আইপিএলে ২৩ বছর বয়সে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন। ক্রমশ ফিট হয়ে উঠছেন ঋষভ। আগামী মরসুমে ঋষভই নেতৃত্ব দেবেন ক্যাপিটালসকে। (ছবি-X)
গুজরাট টাইটান্স প্রথম আইপিএল খেলে ২০২২ সালে। হার্দিক পান্ডিয়া অধিনায়ক ছিলেন। সে মরসুমে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ খান। তিনিও ২৩ বছরে নেতৃত্ব দেন। (ছবি-X)
তালিকায় রয়েছেন দীনেশ কার্তিকও। ২০১০ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসকে (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ কার্তিক। সে সময় তাঁর ২৪ বছর। (ছবি-X)
আইপিএলের গত সংস্করণে শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন স্যাম কারান। ২৪ বছরে আইপিএলে নেতৃত্বে অভিষেক। যদিও নিয়মিত অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ানই। (ছবি-X)