AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India A Team Australia Tour: মিশন ‘অজি-বধ’, ডনের দেশে পৌঁছে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত

India A: ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত-এ দল পৌঁছে গেল অস্ট্রেলিয়ায়। আর ক'দিন পর, ৩১ অক্টোবর থেকে ভারত-এ টিম খেলবে অজিদের বিরুদ্ধে। ইন্ডিয়া-এ টিমের এই অস্ট্রেলিয়া সফর শেষ হবে নভেম্বরের ১৭ তারিখ।

| Updated on: Oct 25, 2024 | 11:25 AM
Share
হাতে আর বেশি সময় নেই। এ মাসের ৩১ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত-এ টিমের প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে। তার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিল ভারত এ টিম।

হাতে আর বেশি সময় নেই। এ মাসের ৩১ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত-এ টিমের প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে। তার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিল ভারত এ টিম।

1 / 8
ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত-এ টিমের ক্রিকেটাররা বৃহস্পতিবার রওনা দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে গিয়েছেন দেবদত্ত পাড়িক্কাল, খলিল আহমেদরা।

ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত-এ টিমের ক্রিকেটাররা বৃহস্পতিবার রওনা দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে গিয়েছেন দেবদত্ত পাড়িক্কাল, খলিল আহমেদরা।

2 / 8
৩১ অক্টোবর থেকে ভারত-এ ও অস্ট্রেলিয়া-এ-র প্রথম চারদিনের ম্যাচ হবে। এরপর ৭-১০ নভেম্বর মেলবোর্নে হবে দুই দলের দ্বিতীয় চারদিনের ম্যাচ। আর তারপর ১৫-১৭ নভেম্বর রয়েছে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ।

৩১ অক্টোবর থেকে ভারত-এ ও অস্ট্রেলিয়া-এ-র প্রথম চারদিনের ম্যাচ হবে। এরপর ৭-১০ নভেম্বর মেলবোর্নে হবে দুই দলের দ্বিতীয় চারদিনের ম্যাচ। আর তারপর ১৫-১৭ নভেম্বর রয়েছে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ।

3 / 8
ঋতুরাজ গায়কোয়াড় নাকি অভিমন্যু ঈশ্বরণ কে হবেন অজি সফরে ইন্ডিয়া-এ টিমের ক্যাপ্টেন? তা নিয়ে জোর আলোচনা হয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। ঋতুতে আস্থা রেখেছে বোর্ড।

ঋতুরাজ গায়কোয়াড় নাকি অভিমন্যু ঈশ্বরণ কে হবেন অজি সফরে ইন্ডিয়া-এ টিমের ক্যাপ্টেন? তা নিয়ে জোর আলোচনা হয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। ঋতুতে আস্থা রেখেছে বোর্ড।

4 / 8
ক্যাপ্টেন্সির দায়িত্ব অভিমন্যু ঈশ্বরণ না পেলেও ভারত-এ টিমের সহ-অধিনায়ক করা হয়েছে বাংলার তারকা ক্রিকেটারকে।

ক্যাপ্টেন্সির দায়িত্ব অভিমন্যু ঈশ্বরণ না পেলেও ভারত-এ টিমের সহ-অধিনায়ক করা হয়েছে বাংলার তারকা ক্রিকেটারকে।

5 / 8
ভারত-এ টিমের এই অজি সফরে উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ, অভিষেক পোড়েলরা। রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার এবং অভিষেক পোড়েলকে পাবে না বাংলা।

ভারত-এ টিমের এই অজি সফরে উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ, অভিষেক পোড়েলরা। রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার এবং অভিষেক পোড়েলকে পাবে না বাংলা।

6 / 8
সোশ্যাল মিডিয়ায় ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণের অস্ট্রেলিয়ায় যাওয়ার আগের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণের অস্ট্রেলিয়ায় যাওয়ার আগের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।

7 / 8
মানব সুতার, খলিল আহমেদরা তাঁদের ইন্সটাগ্রামে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার ছবি শেয়ার করেছেন। সেখানে তনুষ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, নীতীশ কুমার রেড্ডিদেরও দেখা গিয়েছে।

মানব সুতার, খলিল আহমেদরা তাঁদের ইন্সটাগ্রামে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার ছবি শেয়ার করেছেন। সেখানে তনুষ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, নীতীশ কুমার রেড্ডিদেরও দেখা গিয়েছে।

8 / 8