RCB-র প্রথম ট্রফি জয়ে বেঙ্গালুরুতে বসন্ত, মধুর ‘স্মৃতি’র সাক্ষী পলাশও!
Smriti Mandhana-Palash Muchhal: চব্বিশের উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। অধিনায়ক স্মৃতি মান্ধানার হাত ধরে ট্রফি এসেছে আরসিবি শিবিরে। সেই ট্রফি জয়ের সেলিব্রেশন এখনও চলছে। চ্যাম্পিয়ন হওয়ার পর স্মৃতি মান্ধানার সঙ্গে ট্রফি হাতে পলাশ মুচ্ছল একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন। নেটদুনিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।
Most Read Stories