Virat-Anushka: লন্ডনেও ভারতীয় খাবার খুঁজছেন কোহলি, ঢুঁ মারলেন পছন্দের রেস্তোরাঁয়
Virat-Anushka Lunch Date: বিশ্বকাপ মিটেছে। এরপর ছুটি কাটাতে সস্ত্রীক লন্ডনে পৌঁছেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কোহলির লন্ডন ট্যুরের ছবি। এ বার লন্ডনে পছন্দের রেস্তোরাঁয় গেলেন বিরাট-অনুষ্কা। লন্ডনে খুব জনপ্রিয় ভারতীয় বম্বে বাস্টল। সেখানেই দেখা গেল তাঁদের।
Most Read Stories