Virat Kohli At Eden: ফের মন জিতলেন কোহলি, কিংকে কাছে পেয়ে আবেগে ভাসছেন ইডেন কর্মীরা
Virat Kohli: দিনরাত পরিশ্রম করে পিচকে খেলার যোগ্য করে তোলেন এই নায়করাই। তাঁদের ভুললে কী করে চলবে? বুঝিয়ে দিলেন কোহলি। বিরাটকে কাছে পেয়ে মাঠ কর্মীদের মুখে খুশির হাসি। সেই সঙ্গেই, আকাশ ছোঁয়া সাফল্য পেয়েও কীভাবে মাটিতে পা রাখতে হয় তাও যেন বুঝিয়ে দিলেন কিছুটা।