চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা বর্তমানে ব্যস্ত আইপিএলের প্রস্তুতিতে। ২২ মার্চ এ বারের আইপিএলের বল মাঠে গড়াবে। (ছবি-সিএসকে সোশ্যাল মিডিয়া সাইট X)
আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস শিবিরে সম্প্রতি যোগ দিয়েছেন টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। (ছবি-সিএসকে সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনি বরাবর সিএসকে টিমের প্রাণভোমরা। তাঁর জন্য প্রচুর ক্রিকেট প্রেমী চেন্নাই সুপার কিংস টিমকে সমর্থন করেন। (ছবি-সিএসকে সোশ্যাল মিডিয়া সাইট X)
প্রিয় থালাকে ঈশ্বরের আসনে বসানো সিএসকে অনুরাগীদের সংখ্যাও বিরাট। প্রতি আইপিএলে ধোনিকে নিয়ে যে কারণে বাড়তি উত্তেজনা দেখা যায়। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
২০০৮ সালে আইপিএল যখন শুরু হয়েছিল, সেই সময় সিএসকের ক্যাপ্টেন ছিলেন ধোনি। বর্তমানেও ৫ বারের আইপিএল জয়ী চেন্নাইয়ের নেতা ধোনি। ২০০৮ সালে আইপিএে ধোনি তাঁর সিনিয়র সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
পরবর্তীতে মহেন্দ্র সিং ধোনি তাঁর সতীর্থ গৌতম গম্ভীরের বিরুদ্ধে আইপিএলে চেন্নাই সুপার কিংস টিমের ক্যাপ্টেন্সি সামলেছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
দেখতে দেখতে সতীর্থদের পর মহেন্দ্র সিং ধোনি তাঁর জুনিয়র বিরাট কোহলির মতো ক্রিকেটারদের বিরুদ্ধে আইপিএলে সিএসকে টিমকে নেতৃত্ব দিয়েছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
এ বার ধোনির পালা পরবর্তী প্রজন্মের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া। আসন্ন আইপিএলে গুজরাট টাইটান্স টিমের ক্যাপ্টেন শুভমন গিল। যাঁকে বলা হয় ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ। সিএসকে ও গুজরাটের ম্যাচ যেদিন থাকবে ধোনিকে দেখা যাবে গিলের বিরুদ্ধে নেতৃত্ব দিতে। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)