OLGA CARMONA : বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা, স্প্যানিশ সুন্দরী ওলগাকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 21, 2023 | 8:23 AM

মেয়েদের ফিফা বিশ্বকাপের ফাইনাল ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনালে জয়সূচক গোলটি করেন দলের অধিনায়ক ওলগা কারমোনা। তাঁর গোলে প্রথম বার ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেনের মহিলা টিম।

1 / 8
বয়স মাত্র ২৩ বছর। এই বয়সেই স্পেনের জাতীয় দলের নেতৃত্বভার ওলগা কারমোনার কাঁধে। ফাইনালে ২৯ মিনিটে তাঁর একমাত্র গোলে ফুটবল বিশ্বকাপল জিতেছে স্পেন। (ছবি:ইনস্টাগ্রাম)

বয়স মাত্র ২৩ বছর। এই বয়সেই স্পেনের জাতীয় দলের নেতৃত্বভার ওলগা কারমোনার কাঁধে। ফাইনালে ২৯ মিনিটে তাঁর একমাত্র গোলে ফুটবল বিশ্বকাপল জিতেছে স্পেন। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
গোলের পর ওলগার সেলিব্রেশন নজর কেড়েছে। জার্সি তুলে উদযাপন করেন তিনি। ভেতরের পোশাকের গায়ে লেখা ছিল মের্চি। (ছবি:ইনস্টাগ্রাম)

গোলের পর ওলগার সেলিব্রেশন নজর কেড়েছে। জার্সি তুলে উদযাপন করেন তিনি। ভেতরের পোশাকের গায়ে লেখা ছিল মের্চি। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
কাতালান ভাষায় 'মের্চি' কথার অর্থ ধন্যবাদ। তবে এই উদযাপনের সঠিক অর্থ অনুধাবন করতে না পারলেও অনেকের অনুমান ওলগা তাঁর মেয়েবেলার স্কুলকে ধন্যবাদ জানাতে চেয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

কাতালান ভাষায় 'মের্চি' কথার অর্থ ধন্যবাদ। তবে এই উদযাপনের সঠিক অর্থ অনুধাবন করতে না পারলেও অনেকের অনুমান ওলগা তাঁর মেয়েবেলার স্কুলকে ধন্যবাদ জানাতে চেয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
কারমোনার নামের পাশে রেকর্ডের ছড়াছড়ি। মহিলাদের ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে গোল করা দ্বিতীয় ফুটবলার তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

কারমোনার নামের পাশে রেকর্ডের ছড়াছড়ি। মহিলাদের ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে গোল করা দ্বিতীয় ফুটবলার তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ওলগা কারমোনা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে চড়চড়িয়ে। (ছবি:ইনস্টাগ্রাম)

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ওলগা কারমোনা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে চড়চড়িয়ে। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
তাঁর ইনস্টা পেজ ঘাঁটলে বোঝা যায় অবসর সময়টা স্পেনের মনোমুগ্ধকর বিচের ধারে কাটাতে ভালোবাসেন ওলগা। সঙ্গে থাকে বন্ধু বান্ধবরা। (ছবি:ইনস্টাগ্রাম)

তাঁর ইনস্টা পেজ ঘাঁটলে বোঝা যায় অবসর সময়টা স্পেনের মনোমুগ্ধকর বিচের ধারে কাটাতে ভালোবাসেন ওলগা। সঙ্গে থাকে বন্ধু বান্ধবরা। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
২৩ বছরের ওলগা কি সিঙ্গল নাকি কমিটেড? যত দূর জানা গিয়েছে, স্প্যানিশ সুন্দরী এখন ফুটবলের সঙ্গে কমিটেড। (ছবি:ইনস্টাগ্রাম)

২৩ বছরের ওলগা কি সিঙ্গল নাকি কমিটেড? যত দূর জানা গিয়েছে, স্প্যানিশ সুন্দরী এখন ফুটবলের সঙ্গে কমিটেড। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
ওলগার পরিবারে ফুটবল। তাঁর দুই ভাই ফ্রান্সিসকো এবং টমাসও ফুটবল খেলেন। তবে এখনও ওলগার মতো সফল নন তাঁরা। (ছবি:ইনস্টাগ্রাম)

ওলগার পরিবারে ফুটবল। তাঁর দুই ভাই ফ্রান্সিসকো এবং টমাসও ফুটবল খেলেন। তবে এখনও ওলগার মতো সফল নন তাঁরা। (ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery