Sourav Ghosal: বন্ধুকে হারিয়ে ফুঁপিয়ে কাঁদলেন সৌরভ; মোদী বললেন, ‘খুব স্পেশাল’

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 04, 2022 | 7:21 PM

Commonwealth Games 2022: ম্যাচ শেষ হতেই কাচের বক্সের এক কোনায় গিয়ে বসে পড়লেন। ক্যামেরা লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন কিছুক্ষণ। কিন্তু লুকোতে পারলেন কই। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের প্রথমবার স্কোয়াশের ব্যক্তিগত বিভাগে পদক জিতেছেন বাংলার সৌরভ ঘোষাল। ইতিহাস গড়ে চেপে রাখতে পারলেন না আবেগ।

1 / 5
ম্যাচ শেষ হতেই কাচের বক্সের এক কোনায় গিয়ে বসে পড়লেন। ক্যামেরা লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন কিছুক্ষণ। কিন্তু লুকোতে পারলেন কই। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের প্রথমবার স্কোয়াশের ব্যক্তিগত বিভাগে পদক জিতেছেন বাংলার সৌরভ ঘোষাল। ইতিহাস গড়ে চেপে রাখতে পারলেন না আবেগ। (ছবি:টুইটার)

ম্যাচ শেষ হতেই কাচের বক্সের এক কোনায় গিয়ে বসে পড়লেন। ক্যামেরা লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন কিছুক্ষণ। কিন্তু লুকোতে পারলেন কই। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের প্রথমবার স্কোয়াশের ব্যক্তিগত বিভাগে পদক জিতেছেন বাংলার সৌরভ ঘোষাল। ইতিহাস গড়ে চেপে রাখতে পারলেন না আবেগ। (ছবি:টুইটার)

2 / 5
ব্রোঞ্জ পদকের ম্যাচে সৌরভের প্রতিপক্ষ ছিলেন ইংল্যান্ডের জেমস উইলসট্রপ। গতবারের চ্যাম্পিয়ন উইলসস্ট্রপকে ৩-০ ব্যবধানে উড়িয়ে পদক নিশ্চিত করেন বাংলার এক অন্য সৌরভ। ম্যাচের ফল  ১১-৬, ১১-১ এবং ১১-৪।(ছবি:টুইটার)

ব্রোঞ্জ পদকের ম্যাচে সৌরভের প্রতিপক্ষ ছিলেন ইংল্যান্ডের জেমস উইলসট্রপ। গতবারের চ্যাম্পিয়ন উইলসস্ট্রপকে ৩-০ ব্যবধানে উড়িয়ে পদক নিশ্চিত করেন বাংলার এক অন্য সৌরভ। ম্যাচের ফল  ১১-৬, ১১-১ এবং ১১-৪।(ছবি:টুইটার)

3 / 5
উইলসট্রপ তাঁর অভিন্নহৃদয় বন্ধু। ইতিহাস গড়ার পথে সেই বন্ধুকেই হারালেন সৌরভ। তারপর ভেঙে পড়লেন কান্নায়। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও।(ছবি:টুইটার)

উইলসট্রপ তাঁর অভিন্নহৃদয় বন্ধু। ইতিহাস গড়ার পথে সেই বন্ধুকেই হারালেন সৌরভ। তারপর ভেঙে পড়লেন কান্নায়। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও।(ছবি:টুইটার)

4 / 5
 শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় স্কোয়াশের পোস্টার বয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে 'স্পেশাল' বলে উল্লেখ করেছেন। টুইটারে লিখলেন, সৌরভকে অন্য উচ্চতায় পৌঁছাতে দেখাটা আনন্দের।  আশা করি ওর সাফল্য দেশের তরুণ প্রজন্মের কাছে স্কোয়াশকে জনপ্রিয় করে তুলবে।(ছবি:টুইটার)

শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় স্কোয়াশের পোস্টার বয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে 'স্পেশাল' বলে উল্লেখ করেছেন। টুইটারে লিখলেন, সৌরভকে অন্য উচ্চতায় পৌঁছাতে দেখাটা আনন্দের। আশা করি ওর সাফল্য দেশের তরুণ প্রজন্মের কাছে স্কোয়াশকে জনপ্রিয় করে তুলবে।(ছবি:টুইটার)

5 / 5
৩৫ বছরের সৌরভের স্কোয়াশে এটা দ্বিতীয় পদক। ২০১৮ সালে গোল্ড কোস্টে মিক্সড ডাবলসে রুপো জিতেছিলেন। এবার ব্রোঞ্জ। (ছবি:টুইটার)

৩৫ বছরের সৌরভের স্কোয়াশে এটা দ্বিতীয় পদক। ২০১৮ সালে গোল্ড কোস্টে মিক্সড ডাবলসে রুপো জিতেছিলেন। এবার ব্রোঞ্জ। (ছবি:টুইটার)

Next Photo Gallery