TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Dec 24, 2022 | 10:07 PM
পতৌদি নবাব পরিবারের পরবর্তী প্রজন্মের দুই সদস্য তৈমুর এবং জেহ। করিনা কাপুর খান ও সইফ আলি খানের দুই পুত্র। সম্প্রতি মা এবং পিসি সাবা আলি খান পতৌদির সঙ্গে তারা বেড়াতে গিয়েছে রাজস্থানের জয়সলমীরে। তাঁদের সাফারি বেড়ানোর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাবা।
যে ছবি সাবা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, তা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তৈমুর এবং জেহর একেবারেই ভাল লাগেনি সাফারি ভ্রমণ।
এই দুই তারকা সন্তানের মুখ-চোখে উচ্ছ্বাসের লেশমাত্র ছিল না। বিষয়টিকে মজার ছলে বর্ণনা করেছেন সাবা।
প্রথম জেহ ছাগল এবং উট দেখায় তার দাদা তৈমুরকে। তা দেখে বিন্দুমাত্র উচ্ছ্বসিত হয় না তৈমুর। কোনও আগ্রহই পায় না সে।
আসলে তৈমুরের মুখভঙ্গীতেই স্পষ্ট জঙ্গল সাফারি ঘোরার বিষয়টা তার একেবারেই ভাল লাগেনি। কিছু সময় পর জেহরও তাই মনে হয়। জলের বোতল থেকে কেবল জলই খেতে থাকে সে।
অন্যদিকে সাবা এবং করিনা দারুণ মজা করেছেন। বাচ্চাদের ছবি তুলেছেন সাবা এবং করিনা তাদের সঙ্গে পোজ় দিয়ে ছবি তুলিয়েছেন ক্ষণে-ক্ষণে।