Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Social Media Troll: ফ্রেমে ফ্রেমে চুম্বন থেকে রাস্তায় যানজট, কোন ৫ কারণে কড়া সমালোচিত রালিয়ার বিয়ে

Alia-Ranbir Marriage: রালিয়ার বিয়ের বলে কথা, দীর্ঘদিন যে বিয়ের জন্য ভক্তরা অপেক্ষায় ছিলেন, তাঁদের সেই স্বপ্নপূরণের দিন যখন সামনে এলো, তখন নিজ নিজ রূপে ট্রোলাররা ধরা দিতে বিন্দুমাত্র পিছপা হল না।

| Edited By: | Updated on: Apr 26, 2022 | 3:29 PM
রালিয়ার বিয়ের বলে কথা, দীর্ঘদিন যে বিয়ের জন্য ভক্তরা অপেক্ষায় ছিলেন, তাঁদের সেই স্বপ্নপূরণের দিন যখন সামনে এলো, তখন নিজ নিজ রূপে ট্রোলাররা ধরা দিতে বিন্দুমাত্র পিছপা হল না।

রালিয়ার বিয়ের বলে কথা, দীর্ঘদিন যে বিয়ের জন্য ভক্তরা অপেক্ষায় ছিলেন, তাঁদের সেই স্বপ্নপূরণের দিন যখন সামনে এলো, তখন নিজ নিজ রূপে ট্রোলাররা ধরা দিতে বিন্দুমাত্র পিছপা হল না।

1 / 6
বিয়ে ঘিরে এখনও ব্যপক ট্রোলের মুখে সেলেব জুটি। রিয়ের কনের চুল কেন সুন্দর করে ড্রেস করা নেই, একাধিক ছবিতে উস্কো লুকে ধরা দিলেন আলিয়া ভাট। তা নিয়ে শুরু জল্পনা।

বিয়ে ঘিরে এখনও ব্যপক ট্রোলের মুখে সেলেব জুটি। রিয়ের কনের চুল কেন সুন্দর করে ড্রেস করা নেই, একাধিক ছবিতে উস্কো লুকে ধরা দিলেন আলিয়া ভাট। তা নিয়ে শুরু জল্পনা।

2 / 6
রীতি মেনে বিয়ের খবর প্রকাশ্যে আসলেও বিয়ের দিন সন্ধ্যায় ওয়ান গ্লাসে চুমুক থেকে শুরু করে কেক কাটা, পাশ্চাত্য কায়দাকে বিয়ের রীতিতে ঢোকানোর জন্য সমালোচিত রালিয়া।

রীতি মেনে বিয়ের খবর প্রকাশ্যে আসলেও বিয়ের দিন সন্ধ্যায় ওয়ান গ্লাসে চুমুক থেকে শুরু করে কেক কাটা, পাশ্চাত্য কায়দাকে বিয়ের রীতিতে ঢোকানোর জন্য সমালোচিত রালিয়া।

3 / 6
তাঁরা অন্যান্য সেলেবদের মত ডেস্টিনেশন ওয়েডিং করতেই পারতেন। কিন্তু নিজের বাড়িতে বান্দ্রায় বিয়ে করার ফলে সাধারণের সমস্যা তৈরি হয়। রাস্তা জুড়ে মিডিয়ার ভিড়, সাধারণের সমস্যার কথা কেন ভাবেনি সেলেব জুটি, উঠল প্রশ্ন।

তাঁরা অন্যান্য সেলেবদের মত ডেস্টিনেশন ওয়েডিং করতেই পারতেন। কিন্তু নিজের বাড়িতে বান্দ্রায় বিয়ে করার ফলে সাধারণের সমস্যা তৈরি হয়। রাস্তা জুড়ে মিডিয়ার ভিড়, সাধারণের সমস্যার কথা কেন ভাবেনি সেলেব জুটি, উঠল প্রশ্ন।

4 / 6
বিয়ের ফ্রেমে একের পর এক চুম্বন। ট্রোলাররা প্রশ্ন তুলতে পিছপা হল না, যে এবার থেকে তো এটাই চলবে, তবে বিয়ের দিন কেন এতবার লোক দেখানো চুমুর ঝড়।

বিয়ের ফ্রেমে একের পর এক চুম্বন। ট্রোলাররা প্রশ্ন তুলতে পিছপা হল না, যে এবার থেকে তো এটাই চলবে, তবে বিয়ের দিন কেন এতবার লোক দেখানো চুমুর ঝড়।

5 / 6
আলিয়ার লুক, একেবারে কঙ্গনা রানাওয়াতের ওরগাঞ্জা শাড়ির নকল, কেন এমন পোশাক বেছে নিয়েছেন তিনি! তা নিয়েও প্রশ্ন উঠল নেট দুনিয়ায়।

আলিয়ার লুক, একেবারে কঙ্গনা রানাওয়াতের ওরগাঞ্জা শাড়ির নকল, কেন এমন পোশাক বেছে নিয়েছেন তিনি! তা নিয়েও প্রশ্ন উঠল নেট দুনিয়ায়।

6 / 6
Follow Us: