আয়ুষ্মান খুরানা - বার বার দাঁত মাজেন আয়ুষ্মান।
অমিতাভ বচ্চন - বাঁ এবং ডান দুই হাতেই লিখতে পারেন অমিতাভ বচ্চন। কুলি ছবির শুটিং করার সময় আহত হয়েছিলেন অমিতাভ। ডান হাতে চোট পেয়েছিলেন তিনি। সেই সময় বাঁ-হাত দিয়ে লিখতে শুরু করেছিলেন। অভিষেক ও ঐশ্বর্য দেশের বাইরে গেলে দুটি হাতে ঘড়ি পরে থাকেন বিগ বি। কে কোন সময়ে আছেন, সেটা দেখার জন্য এই প্রয়াস করেন তিনি। নেটওয়ার্কের সমস্যায় পড়তে চান না। তাই একাধিক মোবাইল থাকে অমিতাভের কাছে।
আমির খান - স্নান করতে পছন্দ করেন না আমির। একটি মেয়ে একবার তাঁকে নাকচ করেছিলেন বলে ন্যাড়া হয়ে গিয়েছিলেন অভিনেতা।
জিতেন্দ্র - টয়লেট সিটে বসে পেঁপে খান জিতেন্দ্র!
জন আব্রাহাম - কথা বলতে-বলতে ক্রমাগত পা নাড়েন জন।
প্রিয়াঙ্কা চোপড়া - জুতো পছন্দ প্রিয়াঙ্কার। বিভিন্ন রঙের ৮০টি বহুমূল্যবান ডিজ়াইনার জুতো আছে তাঁর সংগ্রহে।
রেখা - ক্রিমসন (লালের শেড) ও চকোলেট ছাড়া অন্য কোনও রঙের লিপস্টিক পরে মানুষের সামনে আসেন না রেখা।
বলিউডের বহুস্টার রয়েছেন, যাঁরা সিগারেটে আসক্ত। আর তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পিছপা হন না কেউই। শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগণ, সকলেই ছিলেন চেইন স্মোকার। সেই তালিকায় পড়েন রানি মুখোপাধ্যায়।
সইফ আলি খান - বাথরুমে লাইব্রেরি (পড়ুন গ্রন্থাগার) আছে সইফ আলি খানের।
সলমন খান- সলমন খান বর্তমানে এক একটি ছবি করতে ৪০ কোটির ওপর টাকা নিয়ে থাকেন। তবে প্রথম ছবি করতে তিনি নিয়েছিলেন মাত্র ১১০০০ টাকা।
সঞ্জয় দত্ত - মদ্যপান কমিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু গুটখার নেশা থেকে কিছুতেই বেরতে পারছেন না সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্ত - মদ্যপান কমিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু গুটখার নেশা থেকে কিছুতেই বেরতে পারছেন না সঞ্জয় দত্ত।
শাহরুখ খান - খাবার খাওয়ার সময় ছবি তুলতে এক্কেবারে পছন্দ করেন না কিং খান। আইসক্রিম খেতে এক্কেবারেই পছন্দ করেন না। ভিডিয়ো গেম ও গ্যাজেট পছন্দ করেন। মন্নতে সেরকমই একটি ফ্লোর আছে, যেখানে রয়েছে হরেকরকমের গেমিং গ্যাজেট রাখা আছে। শাহরুখ এবং তাঁর বন্ধুরা সেখানে প্রতিযোগিতাও করেন।
সানি লিওন - প্রতি ১৫ মিনিট অন্তর নিজের পা পরিষ্কার করেন সানি লিওনি।
সুস্মিতা সেন - সাপ পছন্দ অভিনেত্রী, তথা মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। বাড়িতে পাইথন পোষেন তিনি। ছাদে আকাশের নীচে স্নান করতে ভালবাসেন। সেখানে তাঁর বাথটাবও রাখা থাকে।
বিদ্যা বালান বরাবরই সব বিষয় স্পষ্ট নিজের মতামত রাখতে পছন্দ করেন। কখনও দেখা যায় তাঁকে বলিউডের অন্দর মহল নিয়ে সরব হবে, কখনও আবার নায়ক নায়িকা বিভাজন নিয়েও কথা বলে থাকেন তিনি।