Ana Celia de Armas Caso: জেমস বন্ডের নায়িকা এবার মেরিলিন মনরো, কতটা ‘হট’ এই স্প্যানিশ অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 29, 2022 | 8:14 PM

ana de armas fashion: নায়িকার ইনস্টাগ্রাম থেকে চোখ ফেরাতে পারবেন না আপনিও...

1 / 6
আনা সেলিয়া দে আর্মাস কাসো—জন্মসূত্রে কিউবার বাসিন্দা হলেও ১৮ বছর বয়সে পরিবারের সঙ্গে স্পেনের মাদ্রিদে চলে আসেন। ২০০৭-২০১০ পর্যন্ত স্পেনের জনপ্রিয় একটি টেলিভিশন সিরিজ ‘এল ইন্টারনাডো’-র ছ’টি সিজ়নে অভিনয় করেন। এর আগে ২০০৬ সালে কিউবার জনপ্রিয় নাটক ‘উনা রোসা দে ফ্রান্সিয়া’-য় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এভাবেই তাঁর অভিনয় জগতে যাত্রাশুরু।

আনা সেলিয়া দে আর্মাস কাসো—জন্মসূত্রে কিউবার বাসিন্দা হলেও ১৮ বছর বয়সে পরিবারের সঙ্গে স্পেনের মাদ্রিদে চলে আসেন। ২০০৭-২০১০ পর্যন্ত স্পেনের জনপ্রিয় একটি টেলিভিশন সিরিজ ‘এল ইন্টারনাডো’-র ছ’টি সিজ়নে অভিনয় করেন। এর আগে ২০০৬ সালে কিউবার জনপ্রিয় নাটক ‘উনা রোসা দে ফ্রান্সিয়া’-য় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এভাবেই তাঁর অভিনয় জগতে যাত্রাশুরু।

2 / 6
ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। যে কারণে বিভিন্ন নাটকে অভিনয়। মাদ্রিদ থেকে ২০১৪ সালে তিনি লস অ্যাঞ্জেলসে চলে আসেন। এখানেই শুরু হয় তাঁর ইংরেজি-চর্চা।

ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। যে কারণে বিভিন্ন নাটকে অভিনয়। মাদ্রিদ থেকে ২০১৪ সালে তিনি লস অ্যাঞ্জেলসে চলে আসেন। এখানেই শুরু হয় তাঁর ইংরেজি-চর্চা।

3 / 6
২০১৫ সালে প্রথম হলিউড ছবিতে অভিনয় করলেন আনা সেলিয়া দে আর্মাস কাসো। ছবির নাম ‘Knock Knock’। এরপর ২০১৬ সালে বিখ্যাত কমেডি ক্রাইম ‘ওয়ার ডগস’-এ দেখা যায় তাঁকে। স্পোর্টস বায়োপিক ‘হ্যান্ডস অফ স্টোন’-এও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

২০১৫ সালে প্রথম হলিউড ছবিতে অভিনয় করলেন আনা সেলিয়া দে আর্মাস কাসো। ছবির নাম ‘Knock Knock’। এরপর ২০১৬ সালে বিখ্যাত কমেডি ক্রাইম ‘ওয়ার ডগস’-এ দেখা যায় তাঁকে। স্পোর্টস বায়োপিক ‘হ্যান্ডস অফ স্টোন’-এও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

4 / 6
২০১৭ সালে হলিউডের বিখ্যাত সাইফাই ‘Blade Runner 2049’-তেও নজর কেড়েছিল তাঁর অভিনয়। ২০১৯ সালে ‘নাইভস আউট’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন মার্টা ক্যাব্রেরার নামের এক নার্সের ভূমিকায়। এই চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-এ। ২০২১-এ ‘No Time to Die’-এ বন্ড-গার্ল পালোমার চরিত্রে অভিনয়ের সূত্রে সবচেয়ে বেশি পরিচিতি পান আনা।

২০১৭ সালে হলিউডের বিখ্যাত সাইফাই ‘Blade Runner 2049’-তেও নজর কেড়েছিল তাঁর অভিনয়। ২০১৯ সালে ‘নাইভস আউট’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন মার্টা ক্যাব্রেরার নামের এক নার্সের ভূমিকায়। এই চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-এ। ২০২১-এ ‘No Time to Die’-এ বন্ড-গার্ল পালোমার চরিত্রে অভিনয়ের সূত্রে সবচেয়ে বেশি পরিচিতি পান আনা।

5 / 6
সুন্দরী আনার ইন্সটাগ্রাম জুড়ে শুধু ছবি আর ছবি। প্রতিটি ছবিই এক একরকম সুন্দর। আনার মেকআপ খুবই সাধারণ। পোশাক নিয়েও যে খুব বেশি এক্সপেরিমেন্ট করেন তাও নয়।

সুন্দরী আনার ইন্সটাগ্রাম জুড়ে শুধু ছবি আর ছবি। প্রতিটি ছবিই এক একরকম সুন্দর। আনার মেকআপ খুবই সাধারণ। পোশাক নিয়েও যে খুব বেশি এক্সপেরিমেন্ট করেন তাও নয়।

6 / 6
বর্তমানে স্বামী আর এক ছেলে নিয়েই তাঁর সংসার। আছে আদরের পোষ্য এলভিস। এলভিসকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান তাঁরা। এমনকী ফটোশুটও করেন। আনার অধিকাংশ ছবিই ক্যাজুয়াল আউটফিটে। একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনিও।

বর্তমানে স্বামী আর এক ছেলে নিয়েই তাঁর সংসার। আছে আদরের পোষ্য এলভিস। এলভিসকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান তাঁরা। এমনকী ফটোশুটও করেন। আনার অধিকাংশ ছবিই ক্যাজুয়াল আউটফিটে। একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনিও।

Next Photo Gallery