Stuart Broad: যুবির ব্যাটে ছয় ছক্কা হজম করা ব্রডের নয়া কীর্তি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 19, 2022 | 8:24 PM

২০০৭ সালে এক ওভারে যুবরাজ সিংয়ের কাছে ছয় ছক্কা হজম করেছিলেন। সারাজীবন ধরে ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডকে এই অনাকাঙ্খিত লজ্জার রেকর্ড বয়ে নিয়ে যেতে হবে। এবার আর লজ্জার নয়। টেস্ট ফরম্যাটে কামাল দেখালেন ইংল্যান্ডের বোলার।

1 / 5
২০০৭ সালে এক ওভারে যুবরাজ সিংয়ের কাছে ছয় ছক্কা হজম করেছিলেন। সারাজীবন ধরে ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডকে এই অনাকাঙ্খিত লজ্জার রেকর্ড বয়ে নিয়ে যেতে হবে। এবার আর লজ্জার নয়। টেস্ট ফরম্যাটে কামাল দেখালেন ইংল্যান্ডের বোলার। (ছবি:টুইটার)

২০০৭ সালে এক ওভারে যুবরাজ সিংয়ের কাছে ছয় ছক্কা হজম করেছিলেন। সারাজীবন ধরে ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডকে এই অনাকাঙ্খিত লজ্জার রেকর্ড বয়ে নিয়ে যেতে হবে। এবার আর লজ্জার নয়। টেস্ট ফরম্যাটে কামাল দেখালেন ইংল্যান্ডের বোলার। (ছবি:টুইটার)

2 / 5
ক্রিকেটের মক্কা বলে পরিচিত আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরির স্বপ্ন থাকে প্রতিটি ক্রিকেটারের। স্টুয়ার্ট অবশ্য ব্যাটে নয় বল হাতে 'সেঞ্চুরি' গড়লেন। লর্ডসে যে কয়েকজন সীমিত ক্রিকেটার ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তাঁদের মধ্যে একজন ব্রড।(ছবি:টুইটার)

ক্রিকেটের মক্কা বলে পরিচিত আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরির স্বপ্ন থাকে প্রতিটি ক্রিকেটারের। স্টুয়ার্ট অবশ্য ব্যাটে নয় বল হাতে 'সেঞ্চুরি' গড়লেন। লর্ডসে যে কয়েকজন সীমিত ক্রিকেটার ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তাঁদের মধ্যে একজন ব্রড।(ছবি:টুইটার)

3 / 5
বিশ্বের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন ব্রড। মুথাইয়া মুরলিধরন, রঙ্গনা হেরাথ ও স্বদেশীয় জেমস অ্যান্ডারসনের পর চতুর্থ বোলার হিসেবে এই নজির ব্রডের। (ছবি:টুইটার)

বিশ্বের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন ব্রড। মুথাইয়া মুরলিধরন, রঙ্গনা হেরাথ ও স্বদেশীয় জেমস অ্যান্ডারসনের পর চতুর্থ বোলার হিসেবে এই নজির ব্রডের। (ছবি:টুইটার)

4 / 5
দক্ষিণ আফ্রিকার কাইল ভেরনেনকে আউট করে ১০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়েন তিনি। অ্যান্ডারসনের পর দ্বিতীয় ইংরেজ বোলার হিসেবে ৩৬ বছরের ব্রডের নয়া কীর্তি।(ছবি:টুইটার)

দক্ষিণ আফ্রিকার কাইল ভেরনেনকে আউট করে ১০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়েন তিনি। অ্যান্ডারসনের পর দ্বিতীয় ইংরেজ বোলার হিসেবে ৩৬ বছরের ব্রডের নয়া কীর্তি।(ছবি:টুইটার)

5 / 5
এই উপলক্ষে সতীর্থ জেমস অ্যান্ডারসন ব্রডকে এলিট গ্রুপে স্বাগত জানান। লর্ডসে ১১৭টি উইকেট রয়েছে অ্যান্ডারসনের। (ছবি:টুইটার)

এই উপলক্ষে সতীর্থ জেমস অ্যান্ডারসন ব্রডকে এলিট গ্রুপে স্বাগত জানান। লর্ডসে ১১৭টি উইকেট রয়েছে অ্যান্ডারসনের। (ছবি:টুইটার)

Next Photo Gallery