Stuart Broad: ম্যাকগ্রাকে ছুঁয়ে টেস্টে দ্বিতীয় সফল পেসার স্টুয়ার্ট ব্রড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 11, 2022 | 9:00 AM

উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বোলিংয়ে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। কেরিয়ার শেষ হতে চলেছিল তরুণ পেসার স্টুয়ার্ট ব্রডের। তিনিই এখন টেস্টে দ্বিতীয় সফলতম পেসার। উইকেট সংখ্যায় ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে।

1 / 5
বৃষ্টিতে পণ্ড হয়েছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্টের প্রথম দিন। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখা হয়। (ছবি : টুইটার)

বৃষ্টিতে পণ্ড হয়েছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্টের প্রথম দিন। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখা হয়। (ছবি : টুইটার)

2 / 5
তৃতীয় দিন শুরু হল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ম্যাচ শুরু হতেই ইংল্যান্ডের পেস দাপটের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং। ওলি রবিনসন ৫ উইকেট নেন। (ছবি : টুইটার)

তৃতীয় দিন শুরু হল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ম্যাচ শুরু হতেই ইংল্যান্ডের পেস দাপটের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং। ওলি রবিনসন ৫ উইকেট নেন। (ছবি : টুইটার)

3 / 5
চার উইকেট নেন অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। রায়ান রিকলটন, কায়া জোন্ডো, কেশব মহারাজ, অনরিখ নর্ৎজেকে ফেরান ব্রড। উইকেট সংখ্যায় ছুঁলেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে। (ছবি : টুইটার)

চার উইকেট নেন অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। রায়ান রিকলটন, কায়া জোন্ডো, কেশব মহারাজ, অনরিখ নর্ৎজেকে ফেরান ব্রড। উইকেট সংখ্যায় ছুঁলেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে। (ছবি : টুইটার)

4 / 5
টেস্টে পেসারদের মধ্যে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে জেমস অ্যান্ডারসন (৬৬৫), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), ব্রড (৫৬৩)। এই টেস্টেই হয়তো ম্যাকগ্রাকে ছাপিয়ে যাবেন স্টুয়ার্ট ব্রড। (ছবি : টুইটার)

টেস্টে পেসারদের মধ্যে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে জেমস অ্যান্ডারসন (৬৬৫), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), ব্রড (৫৬৩)। এই টেস্টেই হয়তো ম্যাকগ্রাকে ছাপিয়ে যাবেন স্টুয়ার্ট ব্রড। (ছবি : টুইটার)

5 / 5
ম্যাকগ্রা ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নিয়েছিলেন। কেরিয়ারের ১৫৯ তম টেস্টে তাঁকে ছুঁলেন ব্রড। কেরিয়ারের ১৭৫তম ম্যাচ খেলছেন জেমস অ্যান্ডারসন। (ছবি : টুইটার)

ম্যাকগ্রা ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নিয়েছিলেন। কেরিয়ারের ১৫৯ তম টেস্টে তাঁকে ছুঁলেন ব্রড। কেরিয়ারের ১৭৫তম ম্যাচ খেলছেন জেমস অ্যান্ডারসন। (ছবি : টুইটার)

Next Photo Gallery