SAFF Championship: নেপালের বিরুদ্ধে গোল করে পেলেকে ছুঁয়ে ফেললেন সুনীল
সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) পর পর দুই ম্যাচে (বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে) ড্রয়ের পর জয়ের মুখ দেখল সুনীল ছেত্রীর (Sunil Chhetri) ভারত (India)। মলদ্বীপের মালেতে রবিবার নেপালকে (Nepal) ১-০ গোলে হারিয়েছে ভারত। ইগর স্টিমাচের দলকে উদ্ধার করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এবং, নেপালের বিরুদ্ধে গোল করেই সুনীল ছেত্রী স্পর্শ করে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে (Pele)। দেশের জার্সিতে সুনীলের নামের পাশে এখন ৭৭টি গোল।
Most Read Stories