ছয় বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন ভারতের মিডল অর্ডারের সফল ব্যাটার সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। (ছবি-সূর্যকুমার যাদব ইন্সটাগ্রাম)
দু'জনের হাসিমুখে পোজ দেওয়া এই সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে স্কাই লেখেন, 'হ্যাপিয়েস্ট অ্যানিভার্সারি ওয়াইফি। তুমি আমার আমার আসল অর্ধাঙ্গিনী।' (ছবি-সূর্যকুমার যাদব ইন্সটাগ্রাম)
দেবিশা নিজের ইন্সটাগ্রামে তাঁর ও সূর্যকুমারের বিয়ের একখানা ছবি শেয়ার করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন স্কাইকে। (ছবি-দেবিশা শেট্টি ইন্সটাগ্রাম)
আর এ পোদ্দার কলেজে একসঙ্গে কমার্স ও ইকোনমিক্স পড়তেন সূর্যকুমার ও দেবিশা। কলেজে পড়ার সময় একে অপরের প্রেমে পড়েছিলেন। ষষ্ঠ বিবাহবার্ষিকীতে টিউনিং করে পোশাক পরেছেন দেবিশা-স্কাই। সেই ছবি ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন দেবিশা। (ছবি-দেবিশা শেট্টি ইন্সটাগ্রাম)
২০১৬ সালের ২৯ মে সূর্যকুমার ও দেবিশার এনগেজমেন্ট হয়েছিল। এবং সে বছরের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্কাই-দেবিশা। (ছবি-সূর্যকুমার যাদব ইন্সটাগ্রাম)