UEFA Nations League: স্পেনের ঘরের মাঠে ঐতিহাসিক জয় সুইৎজারল্যান্ডের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 25, 2022 | 10:00 AM

সুইৎজারল্যান্ডের কাছে ১-২'র হার। গ্রুপে চার দলের মধ্যে তিনে নেমে গেল স্পেন (Spain)। ঘরের মাঠে ২২ ম্যাচ অপরাজিত ছিল স্পেন। ঐতিহাসিক জয়ে স্পেনকে বড় ধাক্কা দিল সুইৎজারল্যান্ড (Switzerland)।

1 / 5
উয়েফা নেশন্স লিগে (Nations League) নিজেদের গ্রুপে শীর্ষে থাকতে হলে জিততেই হত স্পেনকে। ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্স স্পেনের। (ছবি : টুইটার)

উয়েফা নেশন্স লিগে (Nations League) নিজেদের গ্রুপে শীর্ষে থাকতে হলে জিততেই হত স্পেনকে। ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্স স্পেনের। (ছবি : টুইটার)

2 / 5
শুরুতে পাসিং ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল স্পেন। তবে সেট পিসে খেই হারাল স্পেন। ২১ মিনিটে রুবেন ভার্গাসের কর্নারে অনবদ্য গোল ম্যানুয়েল আকাঞ্জির। ১-০ এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। (ছবি : টুইটার)

শুরুতে পাসিং ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল স্পেন। তবে সেট পিসে খেই হারাল স্পেন। ২১ মিনিটে রুবেন ভার্গাসের কর্নারে অনবদ্য গোল ম্যানুয়েল আকাঞ্জির। ১-০ এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। (ছবি : টুইটার)

3 / 5
বিরতির কিছুক্ষণ আগে আরও একবার ধাক্কা থেকে বাঁচে স্পেন। সুইৎজারল্যান্ড ২-০ এগিয়ে যেতে পারত। জার্দান শাকিরির শট বাঁচান স্পেন গোলকিপার উনাই সিমোন। (ছবি : টুইটার)

বিরতির কিছুক্ষণ আগে আরও একবার ধাক্কা থেকে বাঁচে স্পেন। সুইৎজারল্যান্ড ২-০ এগিয়ে যেতে পারত। জার্দান শাকিরির শট বাঁচান স্পেন গোলকিপার উনাই সিমোন। (ছবি : টুইটার)

4 / 5
দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করে স্পেন। সাফল্যও আসে কিছুক্ষণের মধ্যেই। ম্যাচের ৫৫ মিনিটে মার্কো আসেন্সিওর পাস থেকে গোল জোর্ডি আলবার। সমতা ফেরায় স্পেন। (ছবি : টুইটার)

দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করে স্পেন। সাফল্যও আসে কিছুক্ষণের মধ্যেই। ম্যাচের ৫৫ মিনিটে মার্কো আসেন্সিওর পাস থেকে গোল জোর্ডি আলবার। সমতা ফেরায় স্পেন। (ছবি : টুইটার)

5 / 5
গোল ধরে রাখতে ব্যর্থ স্পেন। কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল সুইৎজারল্যান্ডের। ব্রিল এমবোলো দ্বিতীয় গোলটি করেন। এরপর তিনটি পরিবর্তন করলেও ম্যাচে ফিরতে পারেনি স্পেন। (ছবি : টুইটার)

গোল ধরে রাখতে ব্যর্থ স্পেন। কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল সুইৎজারল্যান্ডের। ব্রিল এমবোলো দ্বিতীয় গোলটি করেন। এরপর তিনটি পরিবর্তন করলেও ম্যাচে ফিরতে পারেনি স্পেন। (ছবি : টুইটার)

Next Photo Gallery