Durga Puja: দেবী দুর্গা পাড়ি দিলেন সুদূর স্যুইজারল্যান্ডে; দেখুন ছবিতে!

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 20, 2021 | 8:17 PM

ঠিক ৭৫ দিনের মাথায় ঝড় জল পেরিয়ে দেবী দুর্গা পৌঁছে গেলেন সুইজারল্যান্ডে। এই বছর লুজানে প্রথম অনুষ্ঠিত হবে দুর্গা পুজো; তারই কিছু এক্সক্লুসিভ ছবি রইল আপনাদের জন্য...

1 / 7
সুইজারল্যান্ডে পৌঁছে গেলেন দেবী দুর্গা। লুজানে বাঙালি সংগঠন 'প্রাঙ্গণে'র প্রথম পুজো।

সুইজারল্যান্ডে পৌঁছে গেলেন দেবী দুর্গা। লুজানে বাঙালি সংগঠন 'প্রাঙ্গণে'র প্রথম পুজো।

2 / 7
দক্ষিণ কলকাতার সরকার বাড়ির মেয়ে সুলতা ব্রাউসাজ বিয়ে হয়েছে ওদেশে। তার জন্য দাদা পাঠালেন প্রতিমা।

দক্ষিণ কলকাতার সরকার বাড়ির মেয়ে সুলতা ব্রাউসাজ বিয়ে হয়েছে ওদেশে। তার জন্য দাদা পাঠালেন প্রতিমা।

3 / 7
কুমারটুলি থেকে দোসরা জুলাই ভোর পাঁচটায় খিদিরপুর ডক থেকে রওনা দিয়েছিল ।

কুমারটুলি থেকে দোসরা জুলাই ভোর পাঁচটায় খিদিরপুর ডক থেকে রওনা দিয়েছিল ।

4 / 7
কুমোরটুলির শিল্পী সনাতন পাল তৈরি করেছেন ফাইবারের এই দুর্গা মূর্তি।

কুমোরটুলির শিল্পী সনাতন পাল তৈরি করেছেন ফাইবারের এই দুর্গা মূর্তি।

5 / 7
ঠিক ৭৫ দিনের মাথায় জল পথে দেবী দুর্গা পৌছলেন সুইজারল্যান্ডের এই শহরে।

ঠিক ৭৫ দিনের মাথায় জল পথে দেবী দুর্গা পৌছলেন সুইজারল্যান্ডের এই শহরে।

6 / 7
তবে সাধারণত যে উচ্চতার দুর্গা পাড়ি দেয় বিদেশে তার তুলনায় সুইৎজারল্যান্ডের দুর্গা অবশ্য বেশ লম্বা। ৭ফুট।

তবে সাধারণত যে উচ্চতার দুর্গা পাড়ি দেয় বিদেশে তার তুলনায় সুইৎজারল্যান্ডের দুর্গা অবশ্য বেশ লম্বা। ৭ফুট।

7 / 7
দেবী দুর্গার সুইজারল্যান্ডের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে টিভি নাইন বাংলার জন্য এই এক্সক্লুসিভ ছবি পাঠালেন সরাসরি সেখান থেকেই।

দেবী দুর্গার সুইজারল্যান্ডের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে টিভি নাইন বাংলার জন্য এই এক্সক্লুসিভ ছবি পাঠালেন সরাসরি সেখান থেকেই।

Next Photo Gallery