তাপসী পান্নু। আউটসাইডার হিসেবে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন। আপাতত নিজের প্রতিভা এবং পরিশ্রমের জোরে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন। আজ তিনি বার্থডে গার্ল।
এই মুহূর্তে নিজের প্রযোজনার প্রথম ছবি ‘ব্লার’-এর শুটিংয়ে ব্যস্ত তাপসী। তার সেটেই ৩৪তম জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল।
আজ শুধু তাপসীর জন্মদিনই নয়। ফ্রেন্ডশিপ ডে-ও বটে। জন্মদিনের সকালে সোশ্যাল পোস্টে কিছু দার্শনিক নায়িকা।
তাপসী লিখেছেন, ‘গত সপ্তাহটা খুব কঠিন ছিল। কিন্তু নতুন বছরের এই সূর্যোদয় দেখে আমি আবার শক্তি সঞ্চয় করছি। আবার সামনের দিকে এগিয়ে যাব। জীবন আমার জন্য কী কী সঞ্চয় করে রেখেছে, সেটা দেখব।’
হুমা কুরেশি, টিস্কা চোপড়া সহ বলিউডের বহু ব্যক্তিত্ব তাপসীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অসংখ্য অনুরাগী।
তাপসীর পছন্দ মতো কলা দিয়ে তৈরি স্পেশ্যাল কেক ‘ব্লার’-এর সেটে ব্যবস্থা করা হয়েছিল। কলাকুশলীদের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করেছেন তিনি।
৩৪ বছর বয়সের মধ্যেই তাপসী সফল অভিনেত্রী। বহু বক্স অফিস সফল এবং সমালোচকদের প্রশংসা প্রাপ্ত ছবি রয়েছে তাঁর সিভিতে। এ বার সফল প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। জন্মদিনে নিজের সেই লক্ষ্যে অবিচল থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী।