Sara Ali Khan Birthday: জীবনের ২৭টি বসন্তে বারে-বারে প্রেমে পড়েছেন পতৌদি পরিবারের শহজ়াদি সারা আলি খান, ছবিতে সেই তালিকা…

Sara Ali Khan: ২৭ বছর বয়সে পা দিলেন পতৌদি পরিবারের শহজ়াদি সারা আলি খান। অভিনেত্রীর ২৭টি বসন্তে পুরুষ এসেছে একাধিক। প্রেমিক ভাগ্য ভালই সারার। ২৭শেই ডেট করেছেন সুপুরুষদের সঙ্গে।

Aug 12, 2022 | 3:41 PM
TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Aug 12, 2022 | 3:41 PM

২৭ বছর বয়সে পা দিলেন পতৌদি পরিবারের শহজ়াদি সারা আলি খান। অভিনেত্রীর ২৭টি বসন্তে পুরুষ এসেছে একাধিক। প্রেমিক ভাগ্য ভালই সারার। ২৭শেই ডেট করেছেন সুপুরুষদের সঙ্গে।

২৭ বছর বয়সে পা দিলেন পতৌদি পরিবারের শহজ়াদি সারা আলি খান। অভিনেত্রীর ২৭টি বসন্তে পুরুষ এসেছে একাধিক। প্রেমিক ভাগ্য ভালই সারার। ২৭শেই ডেট করেছেন সুপুরুষদের সঙ্গে।

1 / 6
সারা ও হর্ষবর্ধন কাপুর - অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন নাকি বলিউডের ক্যাসানোভা। তিনি ডেট করেছিলেন সারা আলি খানের সঙ্গে। হাতে-হাত ধরে ডেটে যেতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু ব্রেকআপের কারণ আজও অজানাই।

সারা ও হর্ষবর্ধন কাপুর - অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন নাকি বলিউডের ক্যাসানোভা। তিনি ডেট করেছিলেন সারা আলি খানের সঙ্গে। হাতে-হাত ধরে ডেটে যেতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু ব্রেকআপের কারণ আজও অজানাই।

2 / 6
সারা ও ঈশান কট্টর - শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে ডেট করেছিলেন সারা আলি খান। 'কফি উইথ করণ'-এ এসে বলেছিলেন, "ফিল্মি ভাইদের একজনকে ডেট করেছিলাম"। পরোক্ষে স্বীকার করেছিলেন ঈশানের কথাই।

সারা ও ঈশান কট্টর - শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে ডেট করেছিলেন সারা আলি খান। 'কফি উইথ করণ'-এ এসে বলেছিলেন, "ফিল্মি ভাইদের একজনকে ডেট করেছিলাম"। পরোক্ষে স্বীকার করেছিলেন ঈশানের কথাই।

3 / 6
কার্তিকের কথায় একটা সময় তিনি অনুভব করেছিলেন, তিনি যেন থেকেও নেই। কেউ সেভাবে তাঁকে গুরুত্ব দিচ্ছে না। পায়ের তলার মাটি যেন কিছুতেই শক্ত হচ্ছিল না। তবে ভাগ্য ফিরে যায় তিনটি ছবির হাত ধরে।

কার্তিকের কথায় একটা সময় তিনি অনুভব করেছিলেন, তিনি যেন থেকেও নেই। কেউ সেভাবে তাঁকে গুরুত্ব দিচ্ছে না। পায়ের তলার মাটি যেন কিছুতেই শক্ত হচ্ছিল না। তবে ভাগ্য ফিরে যায় তিনটি ছবির হাত ধরে।

4 / 6
সারা ও বীর - রাজনীতিক সুশীল কুমার শিন্ডের নাতি বীর পাহারিয়াকেও ডেট করেছিলেন সারা। সোশ্যাল মিডিয়াতে তাঁরা ছবি পোস্ট করতেন। ব্রেকআপের পর সেই ছবিগুলি মুছে ফেলেছিলেন সারা।

সারা ও বীর - রাজনীতিক সুশীল কুমার শিন্ডের নাতি বীর পাহারিয়াকেও ডেট করেছিলেন সারা। সোশ্যাল মিডিয়াতে তাঁরা ছবি পোস্ট করতেন। ব্রেকআপের পর সেই ছবিগুলি মুছে ফেলেছিলেন সারা।

5 / 6
সারা ও সুশান্ত সিং রাজপুত - শোনা যায়, 'কেদারনাথ' ছবির শুটিংয়ের সময় কাছাকাছি এসেছিলেন সারা ও সুশান্ত। সারাকে অসম্ভব করতে সুশান্ত। এও শোনা যায়, অভিনেতার মৃত্যুর পর নিজেকে কয়েকদিন ঘরবন্দি করে রেখেছিলেন সারা।

সারা ও সুশান্ত সিং রাজপুত - শোনা যায়, 'কেদারনাথ' ছবির শুটিংয়ের সময় কাছাকাছি এসেছিলেন সারা ও সুশান্ত। সারাকে অসম্ভব করতে সুশান্ত। এও শোনা যায়, অভিনেতার মৃত্যুর পর নিজেকে কয়েকদিন ঘরবন্দি করে রেখেছিলেন সারা।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla