এই খেয়েই থাকতেন তিনি। কারণ খুব কম টাকায় ভাল খাবার, পেটও ভরে যেত বলেই জানান বিগ বি। বর্তমানে রমরমিয়ে চলছে উঁচাই ছবি। ইতিমধ্যে যা আয় করেছে ১৬ কোটি টাকা।
তার আগে রেখা ও অমিতাভ কাজ করেছিলেন 'দো অঞ্জানে', 'আলাপ', 'ইমান ধরম'-এর মতো ছবিতে। তাঁদের জুটি নিয়ে তখনও পর্যন্ত কোনও উন্মাদনা ছিল না দর্শকের মধ্যে। এর পরই মুক্তি পায় 'খুন পসিনা'।
ছবিতে আশ্চর্যের বিষয় এটাই ছিল যে, তাতে বিনোদ খান্নার বিপরীতে কোনও অভিনেত্রীকে কাস্ট করা হয়নি। ৭০ দশকের ছবির ক্ষেত্রে বিষয়টি বেশ ব্যতিক্রমী ছিল।
ছবির শুটিং করতে-করতে মস্করা করেছিলেন অমিতাভ। তিনি বলেছিলেন, কেবল পরিচালক রাকেশ কুমারই তাঁর চেয়ে লম্বা, আর কেউ নন।
ছবিতে যে বাঘের সঙ্গে অমিতাভ লড়াই করেছিলেন, সেটি ছিল এক বাঘিনী। তার নাম ছিল ভারতী। 'মিস্টার নটবরলাল' ছবিতেও তাঁর সঙ্গে ভারতীকে দেখা যায়।
যেদিন বাঘিনী ভারতীর সঙ্গে অমিতাভের মারামারির দৃশ্যের শুটিং ছিল, সেদিনই পুত্র অভিষেক বচ্চনের জন্ম হয়। ছবির কলাকুশলীরা সকলে অমিতাভকে পরামর্শ দিয়েছিলেন সদ্যজাতর নাম যেন রাখা হয় 'টাইগার'। কিন্তু অমিতাভ তাঁদের কথা শোনেননি।