TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 28, 2022 | 8:35 AM
তারাক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকের জেঠালাল চরিত্রে বছরের পর বঠছর অভিনয় করে নজর কেড়েছেন যে অভিনেতা তিনি হলেন দিলিপ যোশি। থিয়েটরের মঞ্চ থেকে যার অভিনয়ের যাত্রা শুরু।
জেঠালালের চরিত্রে যিনি কমিকে সকলের মন জয় করে নিয়েছেন, সেই স্টারের কেরিয়ারের শুরুটা মোটেও ছিল না সহজ। মাত্র ৫০ টাকার বিনিময় অভিনয় করতেন তিনি।
ছোট বড় নানা গুজরাতি শো-তে দেখা যেত তাঁকে। এমন কি দিনের পর দিন তিনি ব্যাকস্টেজ আর্টিস্টের কাজও করতেন। যেখানে আয় ছিল নাম মাত্র। তবে তাঁর অদম্য ইচ্ছেই তাঁকে এগিয়ে নিয়ে আসে আজ এই জায়গায়।
বর্তমানে সেই দিলিপ যোশি এপিসোড পিছু আয় করে থাকেন ১.৫ লাখ টাকা। তবে টিভির পর্দায় নয়, জনপ্রিয় ছবি সলমন খানের ম্যায় নে পেয়ার কিয়াতেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বহু ছবিতে অভিনয় করতে দেখা যায় দিলিপকে।
ছোট পর্দায়ও কঠিন ছিল তাঁর সফর। নানা ছোটবড় কাজে তাঁকে দেখা যেত। একটা সময় হাতের সব কাজ চলে যায়। বছরের পর বছর ছিল না কোনও আয়। তবে মজার কথা হল তাঁকে প্রথমে জেঠালাল নয়, চম্পক লালের চরিত্রে দেখতে পাওয়ার কথা ছিল। তবে তিনি জানান যে তিনি জেঠালালের চরিত্রে নজর কাড়তে পারবেন।
তাই ঘটে শেষ পর্যন্ত। বর্তমানে তিনি এক জনপ্রিয় টিভিস্টার। যাঁর মোটের ওপর সঞ্চয় বর্তমানে ৪৩ কোটি টাকা। শুনলে অনেকেই হয়তো চমকে যাবেন, তবে এটাই দিলিপ যোশির কঠিন অধ্যায়।