দেখুন ছবিতে; বাচ্চার জন্য ৭টি চটজলদি ও স্বাস্থ্যকর স্ন্যাক্স

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 22, 2021 | 6:51 PM

বাচ্চাদের খাবার নিয়ে থাকে হাজার একটা বায়না। এটা খাব না, সেটা খাব না চলতেই থাকে। জাঙ্ক খাবার খেলেই কিন্তু বিপদ। তাই বাচ্চার বায়নায় সায় দিয়ে বাড়িতেই তৈরি করুন স্বাস্থ্যকর কিছু খাবার।

1 / 7
পপকর্ন—অনেকেই মনে করেন, পপকর্ন একধরনের জাঙ্ক খাবার। সেটা কিন্তু একেবারেই নয়। পপকর্নে আছে হোল গ্রেনের গুণ।

পপকর্ন—অনেকেই মনে করেন, পপকর্ন একধরনের জাঙ্ক খাবার। সেটা কিন্তু একেবারেই নয়। পপকর্নে আছে হোল গ্রেনের গুণ।

2 / 7
চিজ—বাচ্চারা চিজ খেতে পছন্দ করে। বাধা দেবেন না। পরিমাণে অল্প হলেও ক্যালসিয়ামে ঠাসা চিজ তাদের দিতেই পারেন।

চিজ—বাচ্চারা চিজ খেতে পছন্দ করে। বাধা দেবেন না। পরিমাণে অল্প হলেও ক্যালসিয়ামে ঠাসা চিজ তাদের দিতেই পারেন।

3 / 7
কলা-ওটসের কুকিজ—বাড়িতে বানাতে পারেন। কিংবা বাইরে থেকে কিনেও আনতে পারেন কলা-ওটস কুকিজ। হৃদযন্ত্রে কোনও অসুখ হতে দেয় না। বেশি ওজন বাড়তে দেয় না। মিষ্টি কিছু খেতে চাইলে চকোলেট-লজেন্সের বদলে দিতে পারেন কলা-কটস কুকিজ।

কলা-ওটসের কুকিজ—বাড়িতে বানাতে পারেন। কিংবা বাইরে থেকে কিনেও আনতে পারেন কলা-ওটস কুকিজ। হৃদযন্ত্রে কোনও অসুখ হতে দেয় না। বেশি ওজন বাড়তে দেয় না। মিষ্টি কিছু খেতে চাইলে চকোলেট-লজেন্সের বদলে দিতে পারেন কলা-কটস কুকিজ।

4 / 7
মিষ্টি আলুর ফ্রাই—বাচ্চারা চিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে পছন্দ করে। তাদের বাড়িতেই বানিয়ে দিন মিষ্টি আলুর ফ্রাই।

মিষ্টি আলুর ফ্রাই—বাচ্চারা চিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে পছন্দ করে। তাদের বাড়িতেই বানিয়ে দিন মিষ্টি আলুর ফ্রাই।

5 / 7
হোল গ্রেন ক্র্যাকার—চিপসের বদলে বাচ্চাদের দিতে পারেন হোল গ্রেন ক্র্যাকারও।

হোল গ্রেন ক্র্যাকার—চিপসের বদলে বাচ্চাদের দিতে পারেন হোল গ্রেন ক্র্যাকারও।

6 / 7
ফলের স্মুদি—ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল। বাচ্চারা অনেকসময় গোটা ফল খেতে চায় না। তাদের স্মুদি বানিয়ে দিতে পারেন।

ফলের স্মুদি—ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল। বাচ্চারা অনেকসময় গোটা ফল খেতে চায় না। তাদের স্মুদি বানিয়ে দিতে পারেন।

7 / 7
পিনাট বাটারের সঙ্গে আপেল—কথাতেই আছে দিনে অন্তত একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। বাচ্চাদের জন্যেও আপেল খুব উপকারী। কিন্তু অনেকসময় তারা সেটা খেতে চায় না। এর জন্য আপেল সরু করে কেটে ছোট একটি বাটিতে পিনাট দিয়ে সাজিয়ে দিতে পারেন। বাচ্চারা আপেলের টুকরোয় পিনাট বাটার মাখিয়ে খেতে পারে।

পিনাট বাটারের সঙ্গে আপেল—কথাতেই আছে দিনে অন্তত একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। বাচ্চাদের জন্যেও আপেল খুব উপকারী। কিন্তু অনেকসময় তারা সেটা খেতে চায় না। এর জন্য আপেল সরু করে কেটে ছোট একটি বাটিতে পিনাট দিয়ে সাজিয়ে দিতে পারেন। বাচ্চারা আপেলের টুকরোয় পিনাট বাটার মাখিয়ে খেতে পারে।

Next Photo Gallery
বর্ষায় তাজা খেজুর খাওয়া কতটা উপকারী, জানুন এখানে
বাবা বাস-কন্ডাক্টর, মা কারখানার শ্রমিক, ছোট থেকেই দারিদ্র কে ঘৃণা করতেন রাজ কুন্দ্রা!