Wimbledon: উইম্বলডনে নাদাল বনাম টেলর লড়াই, মাঝে এক বিকিনি-কন্যা
কেরিয়ারের 'বড়' ম্যাচের জন্য তৈরি মার্কিন টেনিস খেলোয়াড় টেলর ফ্রিৎজ। বুধবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে টেলরের প্রতিপক্ষ রাফায়েল নাদাল। তেতে আছেন দুরন্ত ফর্মে থাকা ২৪ বছরের টেলর। একদিকে কোর্টে যখন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়বেন ফ্রিৎজ, গ্যালারিতে তখন উষ্ণতা ছড়াবেন টেলরের সুপার মডেল বান্ধবী মরগ্যান রিডল। টেলরের হয়ে গলা ফাটাতে তৈরি বিকিনি বেব।