Wimbledon: উইম্বলডনে নাদাল বনাম টেলর লড়াই, মাঝে এক বিকিনি-কন্যা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 06, 2022 | 11:10 AM

কেরিয়ারের 'বড়' ম্যাচের জন্য তৈরি মার্কিন টেনিস খেলোয়াড় টেলর ফ্রিৎজ। বুধবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে টেলরের প্রতিপক্ষ রাফায়েল নাদাল। তেতে আছেন দুরন্ত ফর্মে থাকা ২৪ বছরের টেলর। একদিকে কোর্টে যখন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়বেন ফ্রিৎজ, গ্যালারিতে তখন উষ্ণতা ছড়াবেন টেলরের সুপার মডেল বান্ধবী মরগ্যান রিডল। টেলরের হয়ে গলা ফাটাতে তৈরি বিকিনি বেব।

1 / 6
দু বছরের বেশি সময় ধরে মার্কিন টেনিস তারকা টেলর ফ্রিৎজের সঙ্গে ডেট করছেন ব্লন্ড সুন্দরী মরগ্যান রিডল। টেলরের সবচেয়ে বড় সমর্থক মরগ্যান। (ছবি: ইনস্টাগ্রাম)

দু বছরের বেশি সময় ধরে মার্কিন টেনিস তারকা টেলর ফ্রিৎজের সঙ্গে ডেট করছেন ব্লন্ড সুন্দরী মরগ্যান রিডল। টেলরের সবচেয়ে বড় সমর্থক মরগ্যান। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 6
উইম্বলডনের জন্য লন্ডনে পৌঁছে গিয়েছেন মরগ্যান রিডল। বয়ফ্রেন্ডকে গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে দেখে আনন্দে আত্মহারা। (ছবি: ইনস্টাগ্রাম)

উইম্বলডনের জন্য লন্ডনে পৌঁছে গিয়েছেন মরগ্যান রিডল। বয়ফ্রেন্ডকে গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে দেখে আনন্দে আত্মহারা। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 6
সেন্টার কোর্টের গ্যালারিতে শর্ট ফ্লোরাল ড্রেসে ঝড় তুলেছেন মিস রিডল। একরাশ সোনালি চুলের কয়েকটা মুখের সামনে খেলা করছে। বাকিটা ক্লিপ দিয়ে পিছনে আটকানো। অ্যাকসেসেরিজ হিসেবে কালো সানগ্লাস আর হোয়াইট লিটল ব্যাগ। (ছবি: ইনস্টাগ্রাম)

সেন্টার কোর্টের গ্যালারিতে শর্ট ফ্লোরাল ড্রেসে ঝড় তুলেছেন মিস রিডল। একরাশ সোনালি চুলের কয়েকটা মুখের সামনে খেলা করছে। বাকিটা ক্লিপ দিয়ে পিছনে আটকানো। অ্যাকসেসেরিজ হিসেবে কালো সানগ্লাস আর হোয়াইট লিটল ব্যাগ। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 6
নিঃসন্দেহে বুধবার কেরিয়ারের অন্যতম বড় ম্যাচ খেলতে চলেছেন টুর্নামেন্টের ১১তম বাছাই টেলর। রাফার ক্যালেন্ডার স্লাম জয়ের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে তৈরি তিনি। গ্যালারি থেকে সেই লক্ষ্যে ফ্রিৎজকে ক্রমাগত উৎসাহ দিয়ে যাবেন মডেল সুন্দরী। (ছবি: ইনস্টাগ্রাম)

নিঃসন্দেহে বুধবার কেরিয়ারের অন্যতম বড় ম্যাচ খেলতে চলেছেন টুর্নামেন্টের ১১তম বাছাই টেলর। রাফার ক্যালেন্ডার স্লাম জয়ের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে তৈরি তিনি। গ্যালারি থেকে সেই লক্ষ্যে ফ্রিৎজকে ক্রমাগত উৎসাহ দিয়ে যাবেন মডেল সুন্দরী। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 6
ইনস্টাগ্রামে ৫০ হাজার ফলোয়ার্স রিডলের। নিজেকে মডেল ও ইনফ্লুয়েন্সার বলে পরিচয় দিতে ভালোবাসেন। ইনস্টাগ্রামে চোখ রাখলেই রিডলের বিলাসবহুল জীবনের আন্দাজ পাওয়া যায়। (ছবি: ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে ৫০ হাজার ফলোয়ার্স রিডলের। নিজেকে মডেল ও ইনফ্লুয়েন্সার বলে পরিচয় দিতে ভালোবাসেন। ইনস্টাগ্রামে চোখ রাখলেই রিডলের বিলাসবহুল জীবনের আন্দাজ পাওয়া যায়। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 6
বুধবার নাদাল বনাম ফ্রিৎজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্যামেরা যে বারবার মিস মরগ্যান রিডলের দিকে তাক করবে তা বলাই বাহুল্য। (ছবি: ইনস্টাগ্রাম)

বুধবার নাদাল বনাম ফ্রিৎজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্যামেরা যে বারবার মিস মরগ্যান রিডলের দিকে তাক করবে তা বলাই বাহুল্য। (ছবি: ইনস্টাগ্রাম)

Next Photo Gallery