বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পাঁচ শিক্ষিকা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বদলি করে দেওয়ার অভিযোগ তুলে এদিন সল্টলেকে বিক্ষোভ দেখায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। পাঁচজন এসএসকে ও এমএসকে (বৃত্তিমূলক) শিক্ষিকা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এদিন আন্দোলন করেন। অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে, চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে, জাতীয় শিক্ষানীতি রক্ষা করতে হবে, শিক্ষিকাদের অনৈতিক বদলি বাতিল করতে হবে এরকমই একাধিক দাবিতে এদিনের বিক্ষোভ কর্মসূচি ছিল।