টসে হারার ফলে, প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। ওপেনিং জুটি আজ জমেনি। এরপর চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ জুটিতে তোলে ৪১ রান।
পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৩৩ বলে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন দীনেশ কার্তিক।
৩৭ বছর বয়সে এসে দীনেশ কার্তিক আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি (২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন) করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ৪ ওভার বল করে ১৮ রান খরচ করে ৪টি উইকেট নিলেন আবেশ খান। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স করে গেলেন আবেশ।
এই প্রথম বার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানে আটকে গেল দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার রাতে রাজকোটে প্রথমে ব্যাটিং করে প্রোটিয়াদের ১৭০ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। ১৬.৫ ওভারেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৮২ রানের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি সিরিজে সমতা ফেরাল ভারত।