WTC Final: WTC ফাইনালের আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ পূজারা-সিরাজদের

Jun 11, 2021 | 8:24 PM

হাতে আর এক সপ্তাহও নেই। ১৮ জুন কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC final) খেলতে নামবে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। তার আগে আজ, শুক্রবার এজিয়াস বোলে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেললেন চেতেশ্বর পূজারারা। ৩ জুন ইংল্যান্ডে পৌঁছেছিল ভারতীয় দল। তিন দিনের কড়া কোয়ারান্টিন কাটিয়ে এক এক করে মাঠে নামার সুযোগ পান বিরাট-রোহিতরা। এক নজরে দেখে নিন ভারতীয় দলের অনুশীলনের কিছু ছবি...

1 / 5
ঝকঝকে আকাশের নীচে, নিজেদের মধ্য অনুশীলন করল ভারতীয় দলের ক্রিকেটাররা। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

ঝকঝকে আকাশের নীচে, নিজেদের মধ্য অনুশীলন করল ভারতীয় দলের ক্রিকেটাররা। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

2 / 5
বোলিংয়ে ব্যস্ত ভারতের তরুণ তুর্কি মহম্মদ সিরাজ। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

বোলিংয়ে ব্যস্ত ভারতের তরুণ তুর্কি মহম্মদ সিরাজ। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

3 / 5
ভারতের টেস্ট মাস্টার চেতেশ্বর পূজারাকে ব্যাটিং করতে দেখা গেল এজিয়াস বোলে। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

ভারতের টেস্ট মাস্টার চেতেশ্বর পূজারাকে ব্যাটিং করতে দেখা গেল এজিয়াস বোলে। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

4 / 5
অনুশীলন করলেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিলও। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

অনুশীলন করলেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিলও। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

5 / 5
 বল হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মহম্মদ শামি। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

বল হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মহম্মদ শামি। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

Next Photo Gallery