ফের আকাশে জ্বলজ্বল করবে বিরল ‘স্ট্রবেরি মুন’, কবে কখন দেখবেন মহাজাগতিক দৃশ্য?
Strawberry Moon: এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে ‘স্ট্রবেরি মুন'। সেই সঙ্গে রয়েছে সুপার মুন, ব্লাড মুন, পূর্ণ চন্দ্র গ্রহণ এবং সূর্যগ্রহণ। তবে Strawberry Moon-এর সৌন্দর্য দেখলে আপনার চোখ কপালে উঠবে। তবে জানেন কি, কেন এই চাঁদের নাম ‘স্ট্রবেরি মুন’?
1 / 8
সারা বছরই চাঁদের বিভিন্ন সব রূপ দেখতে আগ্রহী থাকে পৃথিবীবাসী। তার উপর 2024 জ্যোতির্বিদ্যায় আগ্রহীদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। কারণ এ বছর আকাশে উল্কাপাত, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখা যাবে।
2 / 8
তবে এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে ‘স্ট্রবেরি মুন'। সেই সঙ্গে রয়েছে সুপার মুন, ব্লাড মুন, পূর্ণ চন্দ্র গ্রহণ এবং সূর্যগ্রহণ। তবে Strawberry Moon-এর সৌন্দর্য দেখলে আপনার চোখ কপালে উঠবে।
3 / 8
আগামী 21 জুন, এই ‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে। Summer solstice- এর পর 21 তারিখই প্রথম ‘ফুল মুন’ বা পূর্ণিমা। আর এই দিনই পূর্ণ আকার-আয়তনে পৌঁছবে চাঁদ।
4 / 8
তবে এবারের ফুল মুনকে কিন্তু সুপারমুন বলা হবে না। যদিও সাধারণ দিনে চাঁদের যে আয়তন থাকে, 21 জুন তার থেকে কিছুটা বড়ই লাগবে চাঁদকে। স্প্রিং সিজন বা বসন্তের শেষ ফুল মুন কিংবা পূর্ণিমা এবং সামার সিজনের প্রথম পূর্ণিমায় এই ‘স্ট্রবেরি মুন’ দেখা যায়।
5 / 8
গত 21 জুন থেকে উত্তর গোলার্ধে সামার সিজন শুরু হয়েছে। এই বিশেষ দিনে সবচেয়ে বড় দিন দেখা যায় উত্তর গোলার্ধে। summer solstice- এর সঙ্গে Strawberry Moon সংযোগ ঘটে 20 বছরে একবার।
6 / 8
তবে জানেন কি, কেন এই চাঁদের নাম ‘স্ট্রবেরি মুন’? এই স্ট্রবেরি মুন প্রথম আবিষ্কার করেছিলেন প্রাচীন আমেরিকান উপজাতির মানুষরা। স্ট্রবেরি চাষের মরশুমের শুরুতে প্রথমবার এই চাঁদ দেখেছিলেন আমেরিকার ওই প্রাচীন উপজাতির মানুষরা।
7 / 8
তার পর থেকেই এই চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। অন্যান্য অনেক দেশে জুন মাসের এই ফুল মুনের বিভিন্ন নাম রয়েছে। যেমন- ইউরোপে এই চাঁদকে বলা হয় Rose Moon।
8 / 8
কারণ এই সময় থেকে ইউরোপে গোলাপের চাষ শুরু হয়। অন্যদিকে উত্তর গোলার্ধে এই চাঁদের নাম ‘হট মুন’। কারণ এই সময় থেকে গরম কাল শুরু হয় উত্তর গোলার্ধে।