ডেস্কটপ বা ল্যাপটপেও করা যায় WhatsApp ভয়েস ও ভিডিয়ো কল, কীভাবে জানেন তো?
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Feb 16, 2024 | 5:45 PM
Whatsapp Web Video Call: ডেস্কটপ এবং ল্যাপটপে Whatsapp ব্যবহার করার সময় ভয়েস ও ভিডিয়ো কল করতে পারবেন। এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য। উইন্ডোজ এবং ম্যাকের ক্ষেত্রে চালু হয়েছে এই সুবিধা। কিন্তু কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
1 / 8
ডেস্কটপ এবং ল্যাপটপে Whatsapp ব্যবহার করেন অনেকেই। অথচ তাতে এমন অনেক ফিচার রয়েছে, যা সম্পর্কে জানেনই না। ঠিক তেমনই একটি ফিচার হল ভয়েস ও ভিডিয়ো কল।
2 / 8
ডেস্কটপ এবং ল্যাপটপে Whatsapp ব্যবহার করার সময় ভয়েস ও ভিডিয়ো কল করতে পারবেন। এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য। কিন্তু কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
3 / 8
উইন্ডোজ এবং ম্যাকের ক্ষেত্রে চালু হয়েছে এই সুবিধা। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ অর্থাৎ আড়াআড়ি এবং লম্বালম্বি, দু’ভাবেই কাজ করবে এই ফিচার।
4 / 8
কিন্তু কীভাবে আপনি এই পরিষেবা পাবেন? প্রথমেই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। এবার ম্যাক বা পিসি-তে হোয়াটসঅ্যাপ-ডেস্কটপ অ্যাপ থাকলে তবেই আপনি পরিষেবা পাবেন।
5 / 8
কিউআর কোড স্ক্যান করে ডেস্কটপে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন। অর্থাৎ লগ ইন করতে পারবেন। একবার লগ ইন করে ফেললেই হবে মুশকিল আসান।
6 / 8
যেভাবে আপনি ওয়েব হোয়াটসঅ্যাপে লগ ইন করেন, এইটাও অনেকটা সেই রকমই। এবার যে নির্দিষ্ট ইউজারকে আপনি ভয়েস বা ভিডিয়ো কল করতে চান তাঁর চ্যাটবক্স খুলতে হবে।
7 / 8
সেখানে দু’টি নতুন বাটন ভয়েস কল (একটি রিসিভারের ছবি), ভিডিয়ো কল (ভিডিয়ো ক্যামেরা আইকন) দেখতে পাবেন ইউজাররা। এবার পছন্দসই অপশন বেছে নিলেই আপনি এই ফিচার ব্যবহার করতে পাবেন।
8 / 8
এই ভাবেই কম্পিউটার থেকেই আপনি WhatsApp কল শুরু করতে পারবেন।