Telegram-এ যুক্ত হল এই তিন নতুন ফিচার, গোপন বার্তালাপের জন্য খুব জরুরি

Telegram Features: এই অ্যাপে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। এবার তিনটি নতুন ফিচার যুক্ত হল। প্রথমটি হল View Once ফিচার। আপনি এখন ভিডিয়ো এবং অডিও মেসেজগুলি একবার দেখার জন্য সেট করতে পারেন। যদিও কোম্পানিটি এই ফিচারটি গত বছর লঞ্চ করেছিল কিন্তু সেই সময়ে তা ছবি এবং ভিডিয়োর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ভয়েস মেসেজের জন্যও এটি নিয়ে এসেছে কোম্পানি।

| Updated on: Jan 26, 2024 | 8:45 PM
টেলিগ্রাম একটি ক্লাউড মেসেজিং অ্যাপ। দেশের কোটি কোটি মানুষ শুধুমাত্র কথোপকথনের জন্যই নয়, কাজের জন্যও এই অ্যাপটি ব্যবহার করে। তাছাড়া অনেকেই সিনেমা, ওয়েবসিরিজ দেখতেও এই অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে রেখেছেন।

টেলিগ্রাম একটি ক্লাউড মেসেজিং অ্যাপ। দেশের কোটি কোটি মানুষ শুধুমাত্র কথোপকথনের জন্যই নয়, কাজের জন্যও এই অ্যাপটি ব্যবহার করে। তাছাড়া অনেকেই সিনেমা, ওয়েবসিরিজ দেখতেও এই অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে রেখেছেন।

1 / 8
এই অ্যাপে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। এবার তিনটি নতুন ফিচার যুক্ত হল। প্রথমটি হল View Once ফিচার। আপনি এখন ভিডিয়ো এবং অডিও মেসেজগুলি একবার দেখার জন্য সেট করতে পারেন।

এই অ্যাপে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। এবার তিনটি নতুন ফিচার যুক্ত হল। প্রথমটি হল View Once ফিচার। আপনি এখন ভিডিয়ো এবং অডিও মেসেজগুলি একবার দেখার জন্য সেট করতে পারেন।

2 / 8
যদিও কোম্পানিটি এই ফিচারটি গত বছর লঞ্চ করেছিল কিন্তু সেই সময়ে তা ছবি এবং ভিডিয়োর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ভয়েস মেসেজের জন্যও এটি নিয়ে এসেছে কোম্পানি।

যদিও কোম্পানিটি এই ফিচারটি গত বছর লঞ্চ করেছিল কিন্তু সেই সময়ে তা ছবি এবং ভিডিয়োর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ভয়েস মেসেজের জন্যও এটি নিয়ে এসেছে কোম্পানি।

3 / 8
দ্বিতীয় ফিচারটিতে আপনি ভিডিয়ো এবং অডিও মেসেজগুলি পাঠানোর সময় pause করতে পারবেন। একটি মেসেজ রেকর্ড করার সময় আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনি pause করে দিতে পারেন এবং তারপর আপনার কাজ শেষ করার পরে রেকর্ডিং চালিয়ে যেতে পারেন।

দ্বিতীয় ফিচারটিতে আপনি ভিডিয়ো এবং অডিও মেসেজগুলি পাঠানোর সময় pause করতে পারবেন। একটি মেসেজ রেকর্ড করার সময় আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনি pause করে দিতে পারেন এবং তারপর আপনার কাজ শেষ করার পরে রেকর্ডিং চালিয়ে যেতে পারেন।

4 / 8
তৃতীয় ফিচারটি হল read time control। এতে কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে, তার সময় কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি কাউকে কোনও মেসেজ পাঠালেন, তারপরে read time control সেট করে দিলেন।

তৃতীয় ফিচারটি হল read time control। এতে কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে, তার সময় কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি কাউকে কোনও মেসেজ পাঠালেন, তারপরে read time control সেট করে দিলেন।

5 / 8
এতে আপনি তাকে যে মেসেজটি পাঠিয়েছেন, তা সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য আপনি সময় নির্ধারন করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপরে সেই মেসেজ নিজে থেকেই মুছে যাবে।

এতে আপনি তাকে যে মেসেজটি পাঠিয়েছেন, তা সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য আপনি সময় নির্ধারন করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপরে সেই মেসেজ নিজে থেকেই মুছে যাবে।

6 / 8
পেইড ব্যবহারকারীদের জন্য কোম্পানি কিছু নতুন ফিচারও আনছে। এখন, প্রিমিয়াম ব্যবহারকারীরা তাদের পড়ার সময় লুকিয়ে রাখতে পারেন। যদি তারা এটি প্রকাশ্যে শেয়ার করে, তবে তারা অন্য কারও পড়ার সময় দেখতে পাবে।

পেইড ব্যবহারকারীদের জন্য কোম্পানি কিছু নতুন ফিচারও আনছে। এখন, প্রিমিয়াম ব্যবহারকারীরা তাদের পড়ার সময় লুকিয়ে রাখতে পারেন। যদি তারা এটি প্রকাশ্যে শেয়ার করে, তবে তারা অন্য কারও পড়ার সময় দেখতে পাবে।

7 / 8
অর্থপ্রদানকারী ব্যবহারকারীরা বেছে নিতে পারেন কে তাদের প্রথমে মেসেজ পাঠাতে পারে, "Everyone" বা "My Contacts" বা "just Premium users এই তিনটি অপশনের মধ্যে বেছে নিতে পারবেন।

অর্থপ্রদানকারী ব্যবহারকারীরা বেছে নিতে পারেন কে তাদের প্রথমে মেসেজ পাঠাতে পারে, "Everyone" বা "My Contacts" বা "just Premium users এই তিনটি অপশনের মধ্যে বেছে নিতে পারবেন।

8 / 8
Follow Us: