ফোনের ইন্টারনেট কাজ করছে না? তবু অনায়াসেই আপনাকে গাইড করবে Google Map

Jan 14, 2024 | 7:45 AM

Google Map Offline Feature: Google Maps-এ এমন একটি ফিচার রয়েছে, যাতে ইন্টারনেট ছাড়াই এই অ্যাপটিকে ব্যবহার করা যায়। আপনি কীভাবে অফলাইনে Google Maps ব্যবহার করবেন? Google Maps-এর অফলাইন ফিচারটিকে কাজে লাগানোর জন্য, আপনাকে প্রথমে সেই এলাকার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে।

1 / 8
ফোনে ইন্টারনেট কাজ করছে না, তা সত্ত্বেও আপনি গুগল ম্যাপকে কাজে লাগিয়ে নিজের গন্তব্যে পৌছে যেতে পারবেন। Google Maps-এ এমন একটি ফিচার রয়েছে, যাতে ইন্টারনেট ছাড়াই এই অ্যাপটিকে ব্যবহার করা যায়।

ফোনে ইন্টারনেট কাজ করছে না, তা সত্ত্বেও আপনি গুগল ম্যাপকে কাজে লাগিয়ে নিজের গন্তব্যে পৌছে যেতে পারবেন। Google Maps-এ এমন একটি ফিচার রয়েছে, যাতে ইন্টারনেট ছাড়াই এই অ্যাপটিকে ব্যবহার করা যায়।

2 / 8
আপনি কীভাবে অফলাইনে Google Maps ব্যবহার করবেন? Google Maps-এর অফলাইন ফিচারটিকে কাজে লাগানোর জন্য, আপনাকে প্রথমে সেই এলাকার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে।

আপনি কীভাবে অফলাইনে Google Maps ব্যবহার করবেন? Google Maps-এর অফলাইন ফিচারটিকে কাজে লাগানোর জন্য, আপনাকে প্রথমে সেই এলাকার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে।

3 / 8
আর সেই মানচিত্র ডাউনলোড করার জন্য প্রথমে Google Maps অ্যাপ খুলুন এবং আপনি যে অঞ্চলের জন্য মানচিত্রটি ডাউনলোড করতে চান তার জন্য এলাকার নামের উপর ক্লিক করুন।

আর সেই মানচিত্র ডাউনলোড করার জন্য প্রথমে Google Maps অ্যাপ খুলুন এবং আপনি যে অঞ্চলের জন্য মানচিত্রটি ডাউনলোড করতে চান তার জন্য এলাকার নামের উপর ক্লিক করুন।

4 / 8
স্ক্রিনের নীচে, "Downloads"-এ ক্লিক করুন। মানচিত্র বা ম্যাপ ডাউনলোড করতে "Download"-এ ক্লিক করুন। একবার মানচিত্র ডাউনলোড হয়ে গেলে, আপনি এটি অফলাইনে দেখতে এবং ব্যবহার করতে পারবেন।

স্ক্রিনের নীচে, "Downloads"-এ ক্লিক করুন। মানচিত্র বা ম্যাপ ডাউনলোড করতে "Download"-এ ক্লিক করুন। একবার মানচিত্র ডাউনলোড হয়ে গেলে, আপনি এটি অফলাইনে দেখতে এবং ব্যবহার করতে পারবেন।

5 / 8
অফলাইনে ম্যাপ ব্যবহার করতে প্রথমে Google Maps অ্যাপ খুলুন। আপনি যে জায়গাটি দেখতে চান তা সিলেক্ট করুন। আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও সেই ম্যাপ দেখতে পারবেন।

অফলাইনে ম্যাপ ব্যবহার করতে প্রথমে Google Maps অ্যাপ খুলুন। আপনি যে জায়গাটি দেখতে চান তা সিলেক্ট করুন। আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও সেই ম্যাপ দেখতে পারবেন।

6 / 8
অফলাইনে ম্যাপ ব্যবহার করার জন্য আপনাকে যা যা করতে হবে, তা হল- ম্যাপটি খুলুন। আর যে জায়গাটির ম্যাপ দেখতে চান, তা সার্চ করুন। এবার instructions-এ ক্লিক করুন। পাবলিক ট্রান্সপোর্ট লাইন এবং স্টেশন দেখুন।

অফলাইনে ম্যাপ ব্যবহার করার জন্য আপনাকে যা যা করতে হবে, তা হল- ম্যাপটি খুলুন। আর যে জায়গাটির ম্যাপ দেখতে চান, তা সার্চ করুন। এবার instructions-এ ক্লিক করুন। পাবলিক ট্রান্সপোর্ট লাইন এবং স্টেশন দেখুন।

7 / 8
অফলাইন ম্যাপ ব্যবহার করার কিছু সীমাবদ্ধতা আছে। উদাহরণস্বরূপ, অফলাইন মানচিত্রে সাম্প্রতিক তথ্য নাও থাকতে পারে। ইন্টারনেট না থাকার কারণে traffic information ফিচারটি কাজ নাও করতে পারে।

অফলাইন ম্যাপ ব্যবহার করার কিছু সীমাবদ্ধতা আছে। উদাহরণস্বরূপ, অফলাইন মানচিত্রে সাম্প্রতিক তথ্য নাও থাকতে পারে। ইন্টারনেট না থাকার কারণে traffic information ফিচারটি কাজ নাও করতে পারে।

8 / 8
Google Map-এর এই অফলাইন ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল, এমন অনেক জায়গায় ইন্টারনেট কাজ করে না। সেই সব জায়গায় এই ম্যাপ কাজ করবে। ফলে নির্দিষ্ট সেই জায়গায় যেতে কোনও সমস্যা হবে না।

Google Map-এর এই অফলাইন ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল, এমন অনেক জায়গায় ইন্টারনেট কাজ করে না। সেই সব জায়গায় এই ম্যাপ কাজ করবে। ফলে নির্দিষ্ট সেই জায়গায় যেতে কোনও সমস্যা হবে না।

Next Photo Gallery