ফোনের ইন্টারনেট কাজ করছে না? তবু অনায়াসেই আপনাকে গাইড করবে Google Map
Google Map Offline Feature: Google Maps-এ এমন একটি ফিচার রয়েছে, যাতে ইন্টারনেট ছাড়াই এই অ্যাপটিকে ব্যবহার করা যায়। আপনি কীভাবে অফলাইনে Google Maps ব্যবহার করবেন? Google Maps-এর অফলাইন ফিচারটিকে কাজে লাগানোর জন্য, আপনাকে প্রথমে সেই এলাকার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে।
1 / 8
ফোনে ইন্টারনেট কাজ করছে না, তা সত্ত্বেও আপনি গুগল ম্যাপকে কাজে লাগিয়ে নিজের গন্তব্যে পৌছে যেতে পারবেন। Google Maps-এ এমন একটি ফিচার রয়েছে, যাতে ইন্টারনেট ছাড়াই এই অ্যাপটিকে ব্যবহার করা যায়।
2 / 8
আপনি কীভাবে অফলাইনে Google Maps ব্যবহার করবেন? Google Maps-এর অফলাইন ফিচারটিকে কাজে লাগানোর জন্য, আপনাকে প্রথমে সেই এলাকার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে।
3 / 8
আর সেই মানচিত্র ডাউনলোড করার জন্য প্রথমে Google Maps অ্যাপ খুলুন এবং আপনি যে অঞ্চলের জন্য মানচিত্রটি ডাউনলোড করতে চান তার জন্য এলাকার নামের উপর ক্লিক করুন।
4 / 8
স্ক্রিনের নীচে, "Downloads"-এ ক্লিক করুন। মানচিত্র বা ম্যাপ ডাউনলোড করতে "Download"-এ ক্লিক করুন। একবার মানচিত্র ডাউনলোড হয়ে গেলে, আপনি এটি অফলাইনে দেখতে এবং ব্যবহার করতে পারবেন।
5 / 8
অফলাইনে ম্যাপ ব্যবহার করতে প্রথমে Google Maps অ্যাপ খুলুন। আপনি যে জায়গাটি দেখতে চান তা সিলেক্ট করুন। আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও সেই ম্যাপ দেখতে পারবেন।
6 / 8
অফলাইনে ম্যাপ ব্যবহার করার জন্য আপনাকে যা যা করতে হবে, তা হল- ম্যাপটি খুলুন। আর যে জায়গাটির ম্যাপ দেখতে চান, তা সার্চ করুন। এবার instructions-এ ক্লিক করুন। পাবলিক ট্রান্সপোর্ট লাইন এবং স্টেশন দেখুন।
7 / 8
অফলাইন ম্যাপ ব্যবহার করার কিছু সীমাবদ্ধতা আছে। উদাহরণস্বরূপ, অফলাইন মানচিত্রে সাম্প্রতিক তথ্য নাও থাকতে পারে। ইন্টারনেট না থাকার কারণে traffic information ফিচারটি কাজ নাও করতে পারে।
8 / 8
Google Map-এর এই অফলাইন ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল, এমন অনেক জায়গায় ইন্টারনেট কাজ করে না। সেই সব জায়গায় এই ম্যাপ কাজ করবে। ফলে নির্দিষ্ট সেই জায়গায় যেতে কোনও সমস্যা হবে না।