AI SearchGPT: সংকটে গুগল, কমতে চলেছে রমরমা? বাজারে আসছে নতুন এআই সার্চ ইঞ্জিন

সমীক্ষা অনুযায়ী এখন ইন্টারনেট ইউজারদের মধ্যে ৯১ শতাংশই গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। কিন্তু সার্চজিপিটি লঞ্চ হলে গুগলের সেই একছত্রাধিপতিত্ব বজায় থাকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

| Updated on: Aug 02, 2024 | 8:22 PM
গুগলের বাজার কি তবে শেষ? সেটা সময় বলবে। তবে এই মূহুর্তে গুগলকে টেক্কা দিতে বাজারে আসছে নতুন সার্চ ইঞ্জিন। নিন্দুকেরা বলবেন এ আর নতুন কী! বাজারে কি গুগল ছাড়া এখন আর কোনও সার্চ ইঞ্জিন নেই? আছে, তবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিন নেই।

গুগলের বাজার কি তবে শেষ? সেটা সময় বলবে। তবে এই মূহুর্তে গুগলকে টেক্কা দিতে বাজারে আসছে নতুন সার্চ ইঞ্জিন। নিন্দুকেরা বলবেন এ আর নতুন কী! বাজারে কি গুগল ছাড়া এখন আর কোনও সার্চ ইঞ্জিন নেই? আছে, তবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিন নেই।

1 / 8
এবার সেই শূন্য স্থান পূরণ করল ওপেন এআই। চ্যাটজিপিটির আদলে তাঁরা লঞ্চ করতে চলেছে তাঁদের নতুন সার্চ ইঞ্জিন, যাঁর নাম 'সার্চজিপিটি'। খানিকটা চ্যাটজিপিটির আদলে বানানো হয়েছে এই সার্চ ইঞ্জিন। প্রস্তুতকারক সংস্থার দাবি এই সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে রিয়েল টাইম ডেটা দেখানো হবে।

এবার সেই শূন্য স্থান পূরণ করল ওপেন এআই। চ্যাটজিপিটির আদলে তাঁরা লঞ্চ করতে চলেছে তাঁদের নতুন সার্চ ইঞ্জিন, যাঁর নাম 'সার্চজিপিটি'। খানিকটা চ্যাটজিপিটির আদলে বানানো হয়েছে এই সার্চ ইঞ্জিন। প্রস্তুতকারক সংস্থার দাবি এই সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে রিয়েল টাইম ডেটা দেখানো হবে।

2 / 8
স্যাম অল্টম্যান ওপেন এআই-এর সিইও তাঁর সমাজমাধ্যমে জানিয়েছেন ইউজার কিছু সার্চ করলে, তাঁকে সাইটের লিঙ্ক সহ সংক্ষিপ্ত বিবরণ দেবে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে ইউজার নিজের প্রশ্ন রাখতে পারবেন। সার্চজিপিটি সেই প্রশ্ন অনুযায়ী তথ্য তুলে ধরবে ইউজারের কাছে।

স্যাম অল্টম্যান ওপেন এআই-এর সিইও তাঁর সমাজমাধ্যমে জানিয়েছেন ইউজার কিছু সার্চ করলে, তাঁকে সাইটের লিঙ্ক সহ সংক্ষিপ্ত বিবরণ দেবে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে ইউজার নিজের প্রশ্ন রাখতে পারবেন। সার্চজিপিটি সেই প্রশ্ন অনুযায়ী তথ্য তুলে ধরবে ইউজারের কাছে।

3 / 8
আপাতত সার্চ ইঞ্জিনটি পরীক্ষামূলক স্টেজে রয়েছে। ফিডব্যাক নেওয়ার জন্য এই মুহূর্তে অল্প সংখ্যক কিছু ইউজার এবং পাবলিশার্সদের জন্য এটি চালু করেছে। সংস্থার দাবি সার্চজিপিটি থেকে প্রয়োজনে সরাসরি চ্যাটজিপিটিতেও যাওয়া যাবে।  তবে সেই ফিচার এখনও যোগ করা হয়নি।

আপাতত সার্চ ইঞ্জিনটি পরীক্ষামূলক স্টেজে রয়েছে। ফিডব্যাক নেওয়ার জন্য এই মুহূর্তে অল্প সংখ্যক কিছু ইউজার এবং পাবলিশার্সদের জন্য এটি চালু করেছে। সংস্থার দাবি সার্চজিপিটি থেকে প্রয়োজনে সরাসরি চ্যাটজিপিটিতেও যাওয়া যাবে। তবে সেই ফিচার এখনও যোগ করা হয়নি।

4 / 8
অনেকদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সার্চ ইঞ্জিন তৈরি নিয়ে কাজ করছে ওপেন এআই। এবার সেই পরিশ্রমের ফল আসতে চলেছে বাজারে। তবে পিছিয়ে নেই গুগলও। ক'দিন আগে 'এ আই ওভারভিউ' নামে নামক এক ফিচার নিজেদের সার্চ ইঞ্জিনে যোগ করেছে গুগল।

অনেকদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সার্চ ইঞ্জিন তৈরি নিয়ে কাজ করছে ওপেন এআই। এবার সেই পরিশ্রমের ফল আসতে চলেছে বাজারে। তবে পিছিয়ে নেই গুগলও। ক'দিন আগে 'এ আই ওভারভিউ' নামে নামক এক ফিচার নিজেদের সার্চ ইঞ্জিনে যোগ করেছে গুগল।

5 / 8
তবে ওপেন এআই-এর দাবি সার্চজিপিটি সম্পূর্ণ রূপেই এআই দ্বারা পরিচালিত হবে। টেক বিশেষজ্ঞদের দাবি, গুগল সার্চের থেকে তাড়াতাড়ি এবং আরও যথাযথ সার্চ রেজাল্ট পাওয়া যেতে পারে এই নতুন সার্চ ইঞ্জিনে। সঙ্গে  যে সোর্স থেকে তথ্য নেওয়া হচ্ছে তার লিঙ্ক দেওয়া থাকবে। এই সার্চের উত্তরে পাওয়া আপনি সরাসরি চ্যাটজিপিটিতে গিয়ে বিশ্লেষণ বা অন্য কোনও কাজ করতে পারবেন।

তবে ওপেন এআই-এর দাবি সার্চজিপিটি সম্পূর্ণ রূপেই এআই দ্বারা পরিচালিত হবে। টেক বিশেষজ্ঞদের দাবি, গুগল সার্চের থেকে তাড়াতাড়ি এবং আরও যথাযথ সার্চ রেজাল্ট পাওয়া যেতে পারে এই নতুন সার্চ ইঞ্জিনে। সঙ্গে যে সোর্স থেকে তথ্য নেওয়া হচ্ছে তার লিঙ্ক দেওয়া থাকবে। এই সার্চের উত্তরে পাওয়া আপনি সরাসরি চ্যাটজিপিটিতে গিয়ে বিশ্লেষণ বা অন্য কোনও কাজ করতে পারবেন।

6 / 8
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে ওপেন এআই চ্যাটজিপিটি বাজারে এনে সারা ফেলে দিয়েছিল। তখন টেক্কা দিতে কয়েকদিনের মধ্যে গুগল বাজারে এনেছিল জেমিনি। তবে তা ছিল চ্যাটবটের লড়াই। এই বার লড়াই সরাসরি সার্চ ইঞ্জিনের।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে ওপেন এআই চ্যাটজিপিটি বাজারে এনে সারা ফেলে দিয়েছিল। তখন টেক্কা দিতে কয়েকদিনের মধ্যে গুগল বাজারে এনেছিল জেমিনি। তবে তা ছিল চ্যাটবটের লড়াই। এই বার লড়াই সরাসরি সার্চ ইঞ্জিনের।

7 / 8
সমীক্ষা অনুযায়ী এখন ইন্টারনেট ইউজারদের মধ্যে ৯১ শতাংশই গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। কিন্তু সার্চজিপিটি লঞ্চ হলে গুগলের সেই একছত্রাধিপতিত্ব বজায় থাকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এখনই উন্মুক্ত বাজারে লঞ্চ হয়নি নতুন এই সার্চ ইঞ্জিন। সব পরীক্ষা সফল হলে খুব শীঘ্রই তা ভারত সহ অনান্য দেশের বাজারে আনা হবে।

সমীক্ষা অনুযায়ী এখন ইন্টারনেট ইউজারদের মধ্যে ৯১ শতাংশই গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। কিন্তু সার্চজিপিটি লঞ্চ হলে গুগলের সেই একছত্রাধিপতিত্ব বজায় থাকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এখনই উন্মুক্ত বাজারে লঞ্চ হয়নি নতুন এই সার্চ ইঞ্জিন। সব পরীক্ষা সফল হলে খুব শীঘ্রই তা ভারত সহ অনান্য দেশের বাজারে আনা হবে।

8 / 8
Follow Us:
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, আজ সত্যিটা বলেই দিলেন কিঞ্জল নন্দ
বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, আজ সত্যিটা বলেই দিলেন কিঞ্জল নন্দ
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?