গোপনেই প্রেমের জল্পনা, তবে ‘ট্রোল্ড’ সুহানা-অগস্ত্যর সম্পর্ক এবার প্রশ্নের মুখে?
Suhana-Agastya Relationship: অভিনয়ে নাকি একশ্রেণির নজর কাড়তে পারেননি তাঁরা। তা নিয়েও শুরু নানা জল্পনা। আবার সামনে উঠে আসতে দেখা যায় অন্য খবর। তবে ট্রোল যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কেরিয়ার শুরুর আগেই সম্পর্কে দুই স্টারকিড, তা যেন একশ্রেণি মোটেও ভাল চোখে নিতে রাজি নয়।
নেটিজ়েনদের চোখ এড়াচ্ছে না কিছুই। অভিনয়ে নাকি একশ্রেণির নজর কাড়তে পারেননি তাঁরা। তা নিয়েও শুরু নানা জল্পনা। আবার সামনে উঠে আসতে দেখা যায় অন্য খবর।
Follow Us:
কখনও স্পেশ্যাল লাঞ্চে উপস্থিত, কখনও আবার বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ভাইরাল ‘দ্য আর্চিজ়’ ছবির দুই তারকা সন্তান – শাহরুখ খানের কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
এই দুই তারকা সন্তানেরই জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ সিরিজে অভিষেক হয়। এ সবের মাঝে শোনা যাচ্ছে, সুহানার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অগস্ত্য।
নিন্দুকেরা আবার এটাও মনে করেছিলেন, ‘দ্য আর্চিজ়’কে আরও জনপ্রিয় করে তোলার জন্য এই ‘গিমিক’ হচ্ছে সম্পর্ককে কেন্দ্র করে। তবে সময় যতই এগোচ্ছে, ততই যেন জল্পনা সত্যি হতে দেখা যায়।
একই জায়গায় আলাদা আলাদা গাড়ি করে গিয়ে তাঁরা কি সম্পর্ক লুকোতে চাইছেন? উঠছে প্রশ্ন। তারই মাঝে কটাক্ষের শিকার আবার জুটি। কখনও নাচ, কখনও আবার সম্পর্ক লুকিয়ে গোপন ডেট।
নেটিজ়েনদের চোখ এড়াচ্ছে না কিছুই। অভিনয়ে নাকি একশ্রেণির নজর কাড়তে পারেননি তাঁরা। তা নিয়েও শুরু নানা জল্পনা। আবার সামনে উঠে আসতে দেখা যায় অন্য খবর।
তবে ট্রোল যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কেরিয়ার শুরুর আগেই সম্পর্কে দুই স্টারকিড, তা যেন একশ্রেণি মোটেও ভাল চোখে নিতে রাজি নয়।
এসব নিয়েই যখন হচ্ছিল জোর আলোচনা তখন এক বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন সুহানা খান, জানাচ্ছে বলিউডের গোপন সূত্র। কী সেই সিদ্ধান্ত? শোনা যাচ্ছে এই মুহূর্তে নিজেদের সম্পর্কে লুকিয়ে রাখতে নাকি জনসমক্ষে একসঙ্গে আসবেনই না তাঁরা।
কেন এই গোপনীয়তা? সম্পর্ক জানাজানি হওয়ার ভয়? একেবারেই নয়। শোনা যাচ্ছে অন্য কথা। ‘দ্য আর্চিজ’- তাঁদের দু’জনের অভিনয় নিয়েই সম্প্রতি রটেছে নানা কথা। যদিও সবটাই এখনও জল্পনা।