Ghost and Demons: রাত হলেই বাড়ে নিশির ডাক! ভূত-প্রেত-আত্মার অশুভ দৃষ্টি থেকে বাঁচতে ঘরে রাখুন এই ৫ দেব-দেবীর মূর্তি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 23, 2022 | 4:41 PM

Hindu Gods Worship: মৃতের আত্মাদের জন্য নিকটি নির্দিষ্ট জায়গা রয়েছে। জীবিতদের জগতে আসার কথা কেউ ভাবতেও পারে না। কিন্তু প্রাচীন কাল থেকেই বিশ্বাস একজন মানুষের আত্মা শারীরিকভাবে মৃত্যুর পরেও বেঁচে থাকে।

1 / 7
প্রাচীন বিশ্বের মানুষের বিশ্বাস, মৃত মানুষেরা অন্য এক রূপে জীবিত মানুষদের চারিপাশেই বেঁচে থআকে। তাই জীবিত থাকার পরেও কিছু বিশেষ ধরনের ভরণপোষণের প্রয়োজন থাকে। তাদের জীবনযাপন সবকিছুই আলাদা। কিন্তু তাদের অবস্থান নানারকম সংকেতের মাধ্যমে জানান দেয়।

প্রাচীন বিশ্বের মানুষের বিশ্বাস, মৃত মানুষেরা অন্য এক রূপে জীবিত মানুষদের চারিপাশেই বেঁচে থআকে। তাই জীবিত থাকার পরেও কিছু বিশেষ ধরনের ভরণপোষণের প্রয়োজন থাকে। তাদের জীবনযাপন সবকিছুই আলাদা। কিন্তু তাদের অবস্থান নানারকম সংকেতের মাধ্যমে জানান দেয়।

2 / 7
বাস্তুমতে অনেকেই বাড়ি তৈরি করেন। কিন্তু অনেকেই জানেন না, ঘরে যদি অশরীরী বা আত্মার ছায়া পড়ে, তাহলে সেই বাড়িতে ভূত দোষ নিবারণের পূজো করা আবশ্যিক। পাশাপাশি ঘর থেক অশুভ শক্তি ও আত্মার প্রভাব কাটাতে চান তাহলে বিশেষ কিছু দেব-দেবীর ছবি বা মূর্তি রাখতে পারেন। তাতে বিশেষ উপকার লাভ করবেন। ভূত-প্রেত-আত্মার যমের প্রতীক হিসেবে তাঁদের গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

বাস্তুমতে অনেকেই বাড়ি তৈরি করেন। কিন্তু অনেকেই জানেন না, ঘরে যদি অশরীরী বা আত্মার ছায়া পড়ে, তাহলে সেই বাড়িতে ভূত দোষ নিবারণের পূজো করা আবশ্যিক। পাশাপাশি ঘর থেক অশুভ শক্তি ও আত্মার প্রভাব কাটাতে চান তাহলে বিশেষ কিছু দেব-দেবীর ছবি বা মূর্তি রাখতে পারেন। তাতে বিশেষ উপকার লাভ করবেন। ভূত-প্রেত-আত্মার যমের প্রতীক হিসেবে তাঁদের গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

3 / 7
দেবী দুর্গা: দেবী দুর্গাকে আদিশক্তি বা পরশক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়। হিন্দু দেবীর একটি প্রধান এবং জনপ্রিয় রূপ। কুদৃষ্টি, নেতিবাচক শক্তি ও শত্রুদের থেকে ভক্তদের  রক্ষা করেন তিনি। শুধু তাই নয়, পুরাণ ও শাস্ত্র মতে, মহাবিশ্বকে রক্ষা করার জন্য পুরুষ দেবতাদের শক্তি গ্রহণ করে তিনি সারা বিশ্বকে ধ্বংস ও অশুভ শক্তির থেকে রক্ষা করেছিলেন। পাশাপাশি অশরীরী শক্তিকে সনাক্ত করে দানব বা অশুভশক্তিকে ধ্বংস করতে সক্ষম।

দেবী দুর্গা: দেবী দুর্গাকে আদিশক্তি বা পরশক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়। হিন্দু দেবীর একটি প্রধান এবং জনপ্রিয় রূপ। কুদৃষ্টি, নেতিবাচক শক্তি ও শত্রুদের থেকে ভক্তদের রক্ষা করেন তিনি। শুধু তাই নয়, পুরাণ ও শাস্ত্র মতে, মহাবিশ্বকে রক্ষা করার জন্য পুরুষ দেবতাদের শক্তি গ্রহণ করে তিনি সারা বিশ্বকে ধ্বংস ও অশুভ শক্তির থেকে রক্ষা করেছিলেন। পাশাপাশি অশরীরী শক্তিকে সনাক্ত করে দানব বা অশুভশক্তিকে ধ্বংস করতে সক্ষম।

4 / 7
ভগবান হনুমান: ভগবান হনুমানের জন্ম হয় চৈত্র পূর্ণিমায় মঙ্গলবার, চিত্রা নক্ষত্রের যোগে। হনুমানের মাতা ছিলেন অঞ্জনী এবং পিতা ছিলেন সুমেরু পর্বতের ভানাররাজ রাজা কেশরী। তিনি আবার পবন পুত্র নামেও পরিচিত। পিতা বায়ুদেব নামেও পরিচিত। রাজস্থানের সালাসার এবং মেহেন্দিপুর ধামে হনুমানের বিশাল মন্দির রয়েছে। সেখানে  তিনি অঞ্জনেয়া পুত্র, বজরঙ্গবলী, মহাবীর, মারুতি, পবনপুত্র নামে পরিচিত। হনুমানজি হলেন ভগবান শিবের মূর্ত রূপ। সাহস, আত্মবিশ্বাস, কষ্ট থেকে মুক্তি এবং সাফল্যের জন্য হনুমানজির পুজো করা হয়। ভক্তদের জন্য সর্বোচ্চ রক্ষাকর্তা। এছাড়া ভক্তদের রোগ, দুর্ভাগ্য, অশুভ আত্মা এবং ক্ষতিকর গ্রহের প্রভাব থেকে রক্ষা করেন। কালো জাদু দূর করতে হনুমান চালিসা, শ্রী হনুমান কবচ এবং হনুমান মন্ত্র জপ উপকারী।

ভগবান হনুমান: ভগবান হনুমানের জন্ম হয় চৈত্র পূর্ণিমায় মঙ্গলবার, চিত্রা নক্ষত্রের যোগে। হনুমানের মাতা ছিলেন অঞ্জনী এবং পিতা ছিলেন সুমেরু পর্বতের ভানাররাজ রাজা কেশরী। তিনি আবার পবন পুত্র নামেও পরিচিত। পিতা বায়ুদেব নামেও পরিচিত। রাজস্থানের সালাসার এবং মেহেন্দিপুর ধামে হনুমানের বিশাল মন্দির রয়েছে। সেখানে তিনি অঞ্জনেয়া পুত্র, বজরঙ্গবলী, মহাবীর, মারুতি, পবনপুত্র নামে পরিচিত। হনুমানজি হলেন ভগবান শিবের মূর্ত রূপ। সাহস, আত্মবিশ্বাস, কষ্ট থেকে মুক্তি এবং সাফল্যের জন্য হনুমানজির পুজো করা হয়। ভক্তদের জন্য সর্বোচ্চ রক্ষাকর্তা। এছাড়া ভক্তদের রোগ, দুর্ভাগ্য, অশুভ আত্মা এবং ক্ষতিকর গ্রহের প্রভাব থেকে রক্ষা করেন। কালো জাদু দূর করতে হনুমান চালিসা, শ্রী হনুমান কবচ এবং হনুমান মন্ত্র জপ উপকারী।

5 / 7
দশমহাবিদ্যা: দাস মহাবিদ্যা হল হিন্দুধর্মে আদিশক্তির দশটি দিক। তারা সকলেই দেবী শক্তি বা পার্বতী রূপ। দশ মানে দশ, মহা মানে মহান এবং বিদ্যা মানে জ্ঞান। তাই দশমহাবিদ্যা হলেন মহান জ্ঞানের দেবী। ভোগ ও মোক্ষ দশমহাবিদ্যার উপাসনা করা হয়। শাস্ত্র অনুযায়ী, দশ মহাবিদ্যার আরাধনা করলে নেতিবাচক প্রবণতা দূর হয়।

দশমহাবিদ্যা: দাস মহাবিদ্যা হল হিন্দুধর্মে আদিশক্তির দশটি দিক। তারা সকলেই দেবী শক্তি বা পার্বতী রূপ। দশ মানে দশ, মহা মানে মহান এবং বিদ্যা মানে জ্ঞান। তাই দশমহাবিদ্যা হলেন মহান জ্ঞানের দেবী। ভোগ ও মোক্ষ দশমহাবিদ্যার উপাসনা করা হয়। শাস্ত্র অনুযায়ী, দশ মহাবিদ্যার আরাধনা করলে নেতিবাচক প্রবণতা দূর হয়।

6 / 7
দেবী কালী: কালীকে শাস্ত্র অনুযায়ী কালিকা নামেও পরিচিত। এই হিন্দু দেবী হলেন দশ মহাবিদ্যার অপর একটি ভয়ংকর রূপ। কালী রূপ হল অশুভ শক্তির বিনাশকারী। তিনি শক্তির সবচেয়ে শক্তিশালী রূপ বলে মনে করা হয়। নিয়ম মেনে কালী পুজো করলে কালো জাদুর সমস্ত খারাপ প্রভাবকে দূরে ঠেলে দেয়। আত্মা ও প্রেতের খারাপ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে শনিদেব হলেন দুঃখ, দুর্ভাগ্য এবং দুঃখের জন্য দায়ী। শনিরা ছায়া দূর করতে নিষ্ঠাভরে কালী পুজো করলে তা থেকে মুক্তি পাওয়া যায়। পক্ষাঘাত, রক্তচাপ এবং স্নায়ুর রোগের মতো সমস্ত দীর্ঘস্থায়ী রোগ নিরাময়ের জন্য কালী পুজো করতে পারেন।

দেবী কালী: কালীকে শাস্ত্র অনুযায়ী কালিকা নামেও পরিচিত। এই হিন্দু দেবী হলেন দশ মহাবিদ্যার অপর একটি ভয়ংকর রূপ। কালী রূপ হল অশুভ শক্তির বিনাশকারী। তিনি শক্তির সবচেয়ে শক্তিশালী রূপ বলে মনে করা হয়। নিয়ম মেনে কালী পুজো করলে কালো জাদুর সমস্ত খারাপ প্রভাবকে দূরে ঠেলে দেয়। আত্মা ও প্রেতের খারাপ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে শনিদেব হলেন দুঃখ, দুর্ভাগ্য এবং দুঃখের জন্য দায়ী। শনিরা ছায়া দূর করতে নিষ্ঠাভরে কালী পুজো করলে তা থেকে মুক্তি পাওয়া যায়। পক্ষাঘাত, রক্তচাপ এবং স্নায়ুর রোগের মতো সমস্ত দীর্ঘস্থায়ী রোগ নিরাময়ের জন্য কালী পুজো করতে পারেন।

7 / 7
প্রত্যঙ্গিরা দেবী: প্রথ্যাঙ্গিরা দেবীকে নরসিংহী, নরশিমহিকা এবং অথর্বণ ভদ্রকালী শক্তির সঙ্গে যুক্ত একজন হিন্দু দেবীও। কখনও পুরুষসিংহমুখ আবার কখনও দেবী হিসেবে প্রকট হোন। বিষ্ণু, শিব এবং শক্তির সম্মিলিত ধ্বংসাত্মক শক্তি হিসেবে বিবেচিত হয়। অথর্ব বেদ এবং যাদুমন্ত্রের দেবী হিসাবেও পরিচিত। কালো জাদুর আক্রমণকে উল্টে দেন। তাকে অথর্ব বেদের শাসক দেবী হিসাবে বিবেচনা করা হয়, এই শাস্ত্রে যা জাদু ও নিরাময়ের মন্ত্র রয়েছে।

প্রত্যঙ্গিরা দেবী: প্রথ্যাঙ্গিরা দেবীকে নরসিংহী, নরশিমহিকা এবং অথর্বণ ভদ্রকালী শক্তির সঙ্গে যুক্ত একজন হিন্দু দেবীও। কখনও পুরুষসিংহমুখ আবার কখনও দেবী হিসেবে প্রকট হোন। বিষ্ণু, শিব এবং শক্তির সম্মিলিত ধ্বংসাত্মক শক্তি হিসেবে বিবেচিত হয়। অথর্ব বেদ এবং যাদুমন্ত্রের দেবী হিসাবেও পরিচিত। কালো জাদুর আক্রমণকে উল্টে দেন। তাকে অথর্ব বেদের শাসক দেবী হিসাবে বিবেচনা করা হয়, এই শাস্ত্রে যা জাদু ও নিরাময়ের মন্ত্র রয়েছে।

Next Photo Gallery