Bangla News Photo gallery The upcoming India vs. Australia Series will feature a clash of two modern day greats, Virat Kohli and Steve Smith
Virat Kohli-Steve Smith: ‘মডার্ন ডে গ্রেট’ বিরাট-স্মিথ দ্বৈরথ কতটা জমবে?
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Sep 19, 2022 | 8:00 AM
ফ্যাব ফোর। কখনও ফ্যাব থ্রি। কয়েক বছর আগেও সব ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা চার ব্যাটসম্যান হিসেবে উঠে আসত বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনের নাম। গত দু বছরে তালিকায় উজ্জ্বল জো রুট। আর এখন! ধোঁয়াশা। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফ্যাব ফোরের দু'জনকে দেখা যাবে। বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ। কেমন জমবে এই দ্বৈরথ?
1 / 5
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফ্যাব ফোরের দু'জনকে দেখা যাবে। বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ। কেমন জমবে এই দ্বৈরথ? (ছবি : টুইটার)
2 / 5
বিরাট কোহলির ফর্ম নিয়ে গত দু'বছর অনেক প্রশ্ন উঠেছে। তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। ইংল্যান্ড সফরের পর দীর্ঘ বিশ্রামে ছিলেন বিরাট। এশিয়া কাপে ফিরেছিলেন তরতাজা হয়ে। (ছবি : টুইটার)
3 / 5
গ্রুপ পর্বে ভালো পারফর্ম করেছেন। সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান। আন্তর্জাতিক টি ২০ তে তাঁর প্রথম এবং সব মিলিয়ে ৭১ তম শতরান। মঙ্গলবার মোহালিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি ২০ সিরিজ। (ছবি : টুইটার)
4 / 5
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বিশেষ নজর থাকবে বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের দিকে। গত বিশ্বকাপের পর খুব বেশি টি ২০ ক্রিকেট খেলেননি স্টিভ স্মিথ। উল্লেখযোগ্য রানও নেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে তে শতরান করে এসেছেন স্মিথ। (ছবি : টুইটার)
5 / 5
মোহালির নেটে কোহলি এবং স্মিথকে দারুণ ছন্দেই দেখা গেল। কোহলি ফর্মে ফিরেছেন। স্মিথও এই সিরিজকে ফর্মে ফেরার মঞ্চ গড়ে তুলতে পারেন। এই সিরিজে কে কাকে ছাপিয়ে যেতে পারে, নজর থাকবে দুই 'মডার্ন ডে গ্রেট' ব্যাটসম্যানের দিকে। (ছবি : টুইটার)