TV9 Bangla Digital | Edited By: megha
Sep 29, 2022 | 1:33 PM
সামান্য সিঁড়ি ওঠানামা করলে হাঁপিয়ে পড়েন? কিন্তু শারীরিকভাবে আপনি একদম সুস্থ? হতে পারে শরীরে জমছে খারাপ কোলেস্টেরল। আসলে কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্টের উপর চাপ পড়ে। তখনই শরীরে এই সব পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়।
উচ্চ কোলেস্টেরলের পাশাপাশি উচ্চ রক্তচাপ, ওবেসিটির ইত্যাদি সমস্যা বেড়ে যায়। এলডিএল কোলেস্টেরল ধমনীর উপর প্রভাব ফেলে। এতে শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল ব্যাহত হয়। ফলে, হাতে, পায়ে নানা লক্ষণ প্রকাশ পায়।
কোলেস্টেরলের মাত্রা খুব বেড়ে গেলে বেশি হাঁটাহাঁটি করলে, সিঁড়ি ভাঙলে শ্বাসকষ্ট হয়। ধমনীর উপর চাপ পড়ার কারণে শরীরের সব অংশে অক্সিজেন পৌঁছতে পারে না। এর ফলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।
কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে এর প্রভাব টেন্ডন লিগামেন্টে পড়ে। এর ফলে, হাতে সম্ভব যন্ত্রণা শুরু হয়। দৈনন্দিন সাধারণ কাজকর্ম ব্যাহত হয়। সাধারণত ভারী জিনিস উত্তোলন, লেখার সময় হাতে ব্যথা অনুভূত হয়।
একই কারণে পায়েও সমস্যা দেখা দেয়। পায়ের পাতায় ব্যথা অনুভূত হয়। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে পায়ে ব্যথা শুরু হয়। তাই এই ধরনের কোনও উপসর্গ দেখা দিলে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে।
অনেক সময় হাত ও পা অসাড় হয়ে যায়। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে এই সমস্যা বেশি দেখা যায়। পাশাপাশি পায়ের পাতা ঠান্ডা হয়ে যায়। এই লক্ষণগুলো প্রকাশ পেলে একবার কোলেস্টেরল পরীক্ষা করিয়ে নিন।