Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Onscreen-Offscreen Sisterhood In Bollywood: সোনাক্ষী-হুমার মতো অনস্ক্রিন-অফস্ক্রিন বন্ধুত্বপূর্ণ বোনের সম্পর্কের তালিকায় অনেক নাম রয়েছে বলিউডে

Onscreen-Offscreen Sisterhood In Bollywood: সিনেমা জগতে বন্ধুত্ব হয় না, বিশেষ করে নায়িকাদের মধ্যে, এই ধারণাকে বদলেছেন বলিউডের অনেক নায়িকাই।

| Edited By: | Updated on: Oct 13, 2022 | 9:20 AM
ডবল এক্স ছবিতে হুমা খুরেশি-সোনাক্ষী সিনহা একসঙ্গে অভিনয় করছেন। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে দুইজনের মধ্যে একটা বন্ডিং দেখা যাবে ছবিতে। তবে শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনও তাঁরা খুব ভাল বন্ধু। হুমা আর সোনাক্ষী প্রায়ই একে অপরের সঙ্গে নানা ছবি ভাগ করে থাকেন।

ডবল এক্স ছবিতে হুমা খুরেশি-সোনাক্ষী সিনহা একসঙ্গে অভিনয় করছেন। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে দুইজনের মধ্যে একটা বন্ডিং দেখা যাবে ছবিতে। তবে শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনও তাঁরা খুব ভাল বন্ধু। হুমা আর সোনাক্ষী প্রায়ই একে অপরের সঙ্গে নানা ছবি ভাগ করে থাকেন।

1 / 6
সঞ্জয় লীলা ভনশালীর বাজিরাও মস্তানি ছবিতে একসঙ্গে অভিনয় করেন দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে তাঁদের পিঙ্গা গানের সঙ্গে ডান্স পারফর্ম্যান্স আজও সকলে মনে রেখেছেন। তাঁরা একসঙ্গে কফি উইথ করণ শোতে এসেছেন। দুইজনের মধ্যে খুব ভাল সম্পর্ক।

সঞ্জয় লীলা ভনশালীর বাজিরাও মস্তানি ছবিতে একসঙ্গে অভিনয় করেন দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে তাঁদের পিঙ্গা গানের সঙ্গে ডান্স পারফর্ম্যান্স আজও সকলে মনে রেখেছেন। তাঁরা একসঙ্গে কফি উইথ করণ শোতে এসেছেন। দুইজনের মধ্যে খুব ভাল সম্পর্ক।

2 / 6
রানি মুখোপাধ্যায় এবং বিদ্যা বলান দুইজনেই অভিনয়, ব্যক্তিত্ত্বের দিক থেকে ভীষণ শক্তিশালী। তাঁদের ভাবমুর্তিও ভক্তদের কাজে খুব শক্তিশালী নারীর। নো ওয়ান কিলড জেসিকা ছবিতে দুইজনে স্ক্রিন শেয়ার করেন। সেই থেকে দুইজনের বন্ডিং অসাধারণ। কফি ইউথ করণ শোতে যখন দুইজনে একসঙ্গে এসেছিল তাঁদের সম্পর্কের স্ট্রং বন্ধন সকলে দেখেছিলেন।

রানি মুখোপাধ্যায় এবং বিদ্যা বলান দুইজনেই অভিনয়, ব্যক্তিত্ত্বের দিক থেকে ভীষণ শক্তিশালী। তাঁদের ভাবমুর্তিও ভক্তদের কাজে খুব শক্তিশালী নারীর। নো ওয়ান কিলড জেসিকা ছবিতে দুইজনে স্ক্রিন শেয়ার করেন। সেই থেকে দুইজনের বন্ডিং অসাধারণ। কফি ইউথ করণ শোতে যখন দুইজনে একসঙ্গে এসেছিল তাঁদের সম্পর্কের স্ট্রং বন্ধন সকলে দেখেছিলেন।

3 / 6
ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা যব তক হ্যায়ঁ জান আর জিরো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাঁরাও কফি উইথ করণ শোতে একসঙ্গে এসেছেন। প্রায় রোজই তাঁদের কথা হয় বলেই দুজনে জানিয়েছেন। তাঁদের মধ্যে ভাল বন্ধুত্ব রয়েছে। ভিকি কৌশলকে বিয়ের পর এখন আবার অনুষ্কা-ক্যাটরিনা প্রতিবেশীও।

ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা যব তক হ্যায়ঁ জান আর জিরো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাঁরাও কফি উইথ করণ শোতে একসঙ্গে এসেছেন। প্রায় রোজই তাঁদের কথা হয় বলেই দুজনে জানিয়েছেন। তাঁদের মধ্যে ভাল বন্ধুত্ব রয়েছে। ভিকি কৌশলকে বিয়ের পর এখন আবার অনুষ্কা-ক্যাটরিনা প্রতিবেশীও।

4 / 6
ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট একসঙ্গে জিম করেন। সেখান থেকে তাঁদের বন্ধুত্ব শুরু। রণবীর কাপুরের সঙ্গে ডেট করতেন ক্যাটরিনা। তাঁদের সম্পর্ক শেষ হওয়ার পর রণবীরের জীবনে আসে আলিয়া। সেই প্রেম বিয়েতে পরিণতি পায়। তবে এর প্রভাব ক্যাটরিনা আর আলিয়ার মধ্যে পড়েনি বলে তাঁরা বলেন। ক্যাটরিনা আলিয়াকে নিজের ছোট বোনের মতোই দেখেন।

ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট একসঙ্গে জিম করেন। সেখান থেকে তাঁদের বন্ধুত্ব শুরু। রণবীর কাপুরের সঙ্গে ডেট করতেন ক্যাটরিনা। তাঁদের সম্পর্ক শেষ হওয়ার পর রণবীরের জীবনে আসে আলিয়া। সেই প্রেম বিয়েতে পরিণতি পায়। তবে এর প্রভাব ক্যাটরিনা আর আলিয়ার মধ্যে পড়েনি বলে তাঁরা বলেন। ক্যাটরিনা আলিয়াকে নিজের ছোট বোনের মতোই দেখেন।

5 / 6
জি লে জারা ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে স্ত্রিন শেয়ার করতে দেখা যাবে। ফারহান আখতারের এই ছবি তিনজন মেয়ের একসঙ্গে বেড়াতে যাওয়ার গল্প নিয়ে তৈরি। বাস্তবেও তিনজনের মধ্যে খুব স্ট্রং বন্ডিং। তাঁরা সোশ্যাল মিডিয়াতে সব সময় একে অপরকে সমর্থন করেন নানা বিষয়ে। আগামী বছর এই ছবি ফ্লোরে যাবে এই মর্মে একটি সোশ্যাল পোস্ট করেন আলিয়া কয়েকদিন আগে।

জি লে জারা ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে স্ত্রিন শেয়ার করতে দেখা যাবে। ফারহান আখতারের এই ছবি তিনজন মেয়ের একসঙ্গে বেড়াতে যাওয়ার গল্প নিয়ে তৈরি। বাস্তবেও তিনজনের মধ্যে খুব স্ট্রং বন্ডিং। তাঁরা সোশ্যাল মিডিয়াতে সব সময় একে অপরকে সমর্থন করেন নানা বিষয়ে। আগামী বছর এই ছবি ফ্লোরে যাবে এই মর্মে একটি সোশ্যাল পোস্ট করেন আলিয়া কয়েকদিন আগে।

6 / 6
Follow Us: