Bollywood Viral news: বলিউডের অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা নিখুঁত বক্ষের জন্য অপারেশন করিয়েছেন

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 16, 2022 | 1:03 PM

Bollywood Viral news: নিজেদের সুন্দর করতে অভিনয় জগতের মানুষরা নানা সময় নানা অপারেশন করিয়ে থাকেন। বলিউডের অনেক নায়িকা রয়েছেন যাঁরা তাঁদের সুন্দর বক্ষের জন্য অপারেশন করিয়েছেন।

1 / 6
সুস্মিতা সেন, কঙ্গনা রানাউত, শিল্পা শেঠি কুন্দ্রা এবং আরও অনেক অভিনেত্রীরা রয়েছেন, যাঁরা কোনও না কোনও কারণে শিরোনাম দখল করে চলেছেন। এঁরা নিজেদের বিষয়ে কথা বলতে কখনও ভয় পান না। বলিউডের এই তারকার নিজেদের ‘নিখুঁত বক্ষ’-এর জন্য অস্ত্রোপচারও করিয়েছেন। যা গোপনও করেননি। তবে অনেকে এটা স্বীকার করেননি। যেমন, শ্রীদেবী। অনেকেই বলেন, তিনি সুন্দর বক্ষের জন্য অস্ত্রোপচার করিয়ে ছিলেন। কিন্তু অভিনেত্রী কোনও দিন স্বীকার করেননি। আবার আয়েশা টাকিয়া ভারি বক্ষ ইমপ্ল্যান্ট করেছিলেন, পরে স্বাস্থ্যের সমস্যার জন্য তা বাদ দেন।

সুস্মিতা সেন, কঙ্গনা রানাউত, শিল্পা শেঠি কুন্দ্রা এবং আরও অনেক অভিনেত্রীরা রয়েছেন, যাঁরা কোনও না কোনও কারণে শিরোনাম দখল করে চলেছেন। এঁরা নিজেদের বিষয়ে কথা বলতে কখনও ভয় পান না। বলিউডের এই তারকার নিজেদের ‘নিখুঁত বক্ষ’-এর জন্য অস্ত্রোপচারও করিয়েছেন। যা গোপনও করেননি। তবে অনেকে এটা স্বীকার করেননি। যেমন, শ্রীদেবী। অনেকেই বলেন, তিনি সুন্দর বক্ষের জন্য অস্ত্রোপচার করিয়ে ছিলেন। কিন্তু অভিনেত্রী কোনও দিন স্বীকার করেননি। আবার আয়েশা টাকিয়া ভারি বক্ষ ইমপ্ল্যান্ট করেছিলেন, পরে স্বাস্থ্যের সমস্যার জন্য তা বাদ দেন।

2 / 6
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন বক্ষ সুন্দর করতে অস্ত্রোপচার করিয়েছিলেন। এই বিষয়টি তিনি কখনই লুকোননি।

প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন বক্ষ সুন্দর করতে অস্ত্রোপচার করিয়েছিলেন। এই বিষয়টি তিনি কখনই লুকোননি।

3 / 6
শিল্পা শেট্টি কুন্দ্রা। খবর অনুযায়ী, তিনি বক্ষ নিখুঁত করতে অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন।

শিল্পা শেট্টি কুন্দ্রা। খবর অনুযায়ী, তিনি বক্ষ নিখুঁত করতে অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন।

4 / 6
অভিনেত্রী বিপাশা বসু ‘রাজ’ সিনেমা দিয়ে  বলিউডে পা রাখেন। এই বং সুন্দরী বড় পর্দায় সেক্সি দেখাতে বক্ষ বড় করার জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন।

অভিনেত্রী বিপাশা বসু ‘রাজ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এই বং সুন্দরী বড় পর্দায় সেক্সি দেখাতে বক্ষ বড় করার জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন।

5 / 6
বলিউড কঙ্গনা রানাওয়াত ‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে অভিষেক করেছিলেন। এই বলিউড ডিভা নিজের বক্ষ সুন্দর করতে  অস্ত্রোপচারকেই বেছে নিয়েছিলেন।

বলিউড কঙ্গনা রানাওয়াত ‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে অভিষেক করেছিলেন। এই বলিউড ডিভা নিজের বক্ষ সুন্দর করতে অস্ত্রোপচারকেই বেছে নিয়েছিলেন।

6 / 6
‘মার্ডার’ ছবির সাফল্যের পর, অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত সেক্সি নায়িকা রূপে গণ্য হন। অভিনেত্রী নিজেকে আরও সেক্সি করতে বক্ষ ইমপ্ল্যান্ট করেন।

‘মার্ডার’ ছবির সাফল্যের পর, অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত সেক্সি নায়িকা রূপে গণ্য হন। অভিনেত্রী নিজেকে আরও সেক্সি করতে বক্ষ ইমপ্ল্যান্ট করেন।

Next Photo Gallery