Bangla News Photo gallery There are some Bollywood stars who are superstitious for good vibes, the list is not bad with Amitabh Bachchan to Deepika Padukone
Bollywood Stars Superstition: বেশ কিছু বলিউড তারকা রয়েছেন যাঁরা কুসংস্কারাচ্ছন্ন
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Sep 13, 2022 | 10:16 PM
Bollywood Stars Superstition: সাধারণ মানুষ শুধু নন, অমিতাভ বচ্চন থেকে দীপিকা পাডুকোণের মতো অনেক বলিউড তারকারই ভাল ভাইভসের জন্য কিছু সংস্কার থাকে।
1 / 8
কিছু বলিউড তারকা রয়েছেন যাঁরা কুসংস্কারাচ্ছন্ন হন কিছু ভাল স্পন্দন তৈরি করতে আর নেতিবাচকতাকে বিদায় দিতে। এখানে বলিউড সেলেবদের একটি তালিকা রয়েছে যাঁদের নিজস্ব ভাগ্যবান চার্ম রয়েছে নেতিবাচকতা থেকে দূরে থাকার জন্য। অভিনেতা হৃতিক রোশনের নাম এখানে নিতেই হবে। বিক্রম বেদা অভিনেতার হাতে একটি অতিরিক্ত আঙুল রয়েছে যাকে তিনি তাঁর ভাগ্যবান কবজ হিসাবেই বিবেচনা করেন।
2 / 8
ব্রহ্মাস্ত্র অভিনেতা অমিতাভ বচ্চনকে প্রায়শই তাঁর মধ্যমা আঙুলে একটি নীলকান্তমণি আংটি পরতে দেখা যায়। তিনি এটিকে তাঁর ভাগ্যবান কবজ বলেই সকলে জানেন। এক সময় তিনি প্রায় সর্বসান্ত হয়ে যান। সূত্রের খবর বলে এই মণিই নাকি তাঁকে আবার সব ফেরৎ পাইয়েছে বলেই তিনি মানেন।
3 / 8
অভিনেতা রণবীর সিং তাঁর গোড়ালিতে কালো সুতো বাঁধেন। শোনা যায়, এটি তাঁকে অন্য একজন দিয়েছিলেন, নিজে থেকে পরেননি। রণবীর এটাকে তাঁর লাকি চার্ম বলে মনে করেন। তবে সেই বিশেষ মানুষটি কে তা অবশ্য জানা যায়নি।
4 / 8
স্বামী রণবীর সিংয়ের মতো অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরও বিশেষ সংস্কার রয়েছে। তাঁর ছবি মুক্তির আগে তাঁকে সবসময়ই সিদ্ধি বিনায়ক মন্দিরে যেতে দেখা যায়। তিনি এটাকে তাঁর লাকি চার্ম বলে মনে করেন।
5 / 8
সলমন খান একটি রূপালি এবং ফিরোজা ব্রেসলেট পরেন যা তিনি তাঁর ভাগ্যবান কবজ হিসাবে বিবেচনা করেন। সব সময় তিনি এটা পড়ে থাকেন। এই ব্রেসলেট তাঁকে সব বিপদ থেকে রক্ষা করে বলে তিনি মনে করেন।
6 / 8
ভিকি কৌশলের স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁর ছবি মুক্তির আগে আজমেরে যান। তাঁর বিশ্বাস এটা তাঁর জন্য সৌভাগ্য বহন করে। অন্যের কাছে সংস্কার হলেও তিনি একে দেবতার প্রতি বিশ্বাস বলেই মনে করেন।
7 / 8
শিল্পা শেঠি তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি আংটি পরেন যা তার মা তাঁকে উপহার দিয়েছিলেন। জীবনের সব বাঁধা-বিঘ্ন থেকে এই আংটি তাঁকে রক্ষা করে বলে তিনি মনে করেন। কারণ এতে রয়েছে মায়ে আশীর্বাদ।
8 / 8
বিদ্যা বালানকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাঁর একটি সংস্কার রয়েছে। হাশমি কোল নামে একটি বিশেষ কাজল তিনি ব্যবহার করেন। কারণ তিনি এটিকে তাঁর ভাগ্যবান কবজ হিসেবে বিবেচনা করেন।