Bangla NewsPhoto gallery There is Only one country which begins with Letter 'O' Check detail in Photos
Unique Information: বিশ্বে এক মাত্র! এই লেটার দিয়ে আর কোনও দেশের নাম নেই…
Only Country With O: অনেক সময়ই মাথায় উদ্ভট সব খেয়াল আসে। এর মধ্যে থেকেই তৈরি হয় জানার ইচ্ছেও। আর তাতে অনেক সময়ই এমন তথ্য জানা যায়, এরপর মনে হয়, এটা তো সত্যিই জানতাম না! এমনই একটা তথ্য নিয়ে আলোচনা। সারা বিশ্বে সব মিলিয়ে প্রায় ২০০টি দেশ। ইংরেজিতে ২৬টি লেটার। একই লেটার দিয়ে বিভিন্ন দেশের নাম পাওয়া যাবে। কিন্তু একটি লেটার রয়েছে, যা দিয়ে শুধুমাত্র একটি দেশেরই নাম!