
অনেক সময়ই মাথায় উদ্ভট সব খেয়াল আসে। এর মধ্যে থেকেই তৈরি হয় জানার ইচ্ছেও। সেই তাগিদ থেকে কৌতুহল। তা দূর না হওয়া পর্যন্ত অস্বস্তিও হয়।

আর তাতে অনেক সময়ই এমন তথ্য জানা যায়, এরপর মনে হয়, এটা তো সত্যিই জানা ছিল না! এমনই একটা তথ্য নিয়ে আলোচনা।

সারা বিশ্বে সব মিলিয়ে প্রায় ২০০টি দেশ। ইংরেজিতে ২৬টি লেটার। একই লেটার দিয়ে বিভিন্ন দেশের নাম পাওয়া যাবে। ধরুন A দিয়ে আর্জেন্টিনা, আফগানিস্তান, আলজেরিয়া। তেমনই B দিয়ে ব্রাজিল, বেলজিয়াম!

কিন্তু একটি লেটার রয়েছে, যা দিয়ে শুধুমাত্র একটি দেশেরই নাম! মজার তথ্যও। এবং এই দেশের নামও সকলেরই জানা। লেটারটি হল ও (O)।

এই লেটার দিয়ে নিশ্চয়ই দেশের নামটা মনে পড়ছে? একদম ঠিক। ওমান। সংস্কৃতিগত ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই দেশে অন্তত আটটি জায়গা অবশ্যই দেখার মতো।

ওমানের রাজধানী মাসকট। আধুনিকতা এবং ঐতিহ্য। এই শহরের নকসায় দুইয়েরই মিলন রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়ার মতোই শহর। তেমনই রয়েছে রাস আল জিঞ্জ। এই শহরের সৈকতে কচ্ছপ সংরক্ষণ এলাকা রয়েছে। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র।

বাহলা ও নিজহা ফোর্ট ওমানের ইতিহাসের অন্যতম নিদর্শন। প্রত্নতত্বের দিক থেকেও দুর্দান্ত। আল হুতা কেভ (আল হামরা)। প্রকৃতির দান এই গুহা। তলায় রয়েছে হ্রদও।

ওয়াহিবা স্যান্ডস। মরুভূমিরও আলাদা সৌন্দর্য রয়েছে। এই জায়গা তেমনই। উটে চড়া, বিলাসবহুল ক্যাম্পে থাকা। জেবেল আখদার। যা 'সবুজ পাহাড়' নামেও পরিচিত। প্রকৃতির নৈস্বর্গিক সৌন্দর্য। সালাহ-বর্ষার মরসুমে সবুজে মুগ্ধ করা জায়গা। সব ছবি: CANVA