World COVID 19 Cases: করোনা ভাইরাস পৃথিবীর যে দেশগুলিকে এখনও পর্যন্ত ছুঁতে পারেনি…
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 26, 2022 | 1:52 PM
কোভিড-১৯ এর দাপট এখনও কমেনি। উপরন্ত ওমিক্রন নামক নতুন স্ট্রেন উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তরফ থেকে জানানো হয়েছে ২০১৯ সালে মহামারী শুরু হওয়ার পর থেকে একটিও কেস রিপোর্ট করা হয়নি এই দেশগুলি থেকে...
1 / 7
টুভালু- টুভালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। টুভালু পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। এটি ব্রিটিশ গিলবার্ট ও এলিস দ্বীপপুঞ্জ উপনিবেশের অংশ ছিল। করোনা ভাইরাসের প্রকোপের সঙ্গে সঙ্গে এই দেশ তার সীমান্ত বন্ধ করে দেয়। ২০২১ সালের এপ্রিলে এই দেশের জনগণের টিকাকরণও সম্পন্ন হয়ে গেছে।
2 / 7
নাউরু- নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ও অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এই দেশের জনগণের সংখ্যা মোট ১০,৮৩৪ জন এবং ২০২১-এ টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে। ৩১ ডিসেম্বর ২০২১ থেকে সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন ব্যক্তিরা এই দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারবেন।
3 / 7
কিরিবাতি- কিরিবাতি প্রজাতন্ত্র নামে পরিচিত এই দ্বীপটি মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত। যখন কোভিড-১৯ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে, তখন দ্বীপটি সীমান্ত বন্ধ করে দেয় এবং কোনও পর্যটকদের প্রবেশের অনুমতি দেয় না।
4 / 7
টোকেলাউ- টোকেলাউ মাত্র ১০ বর্গকিলোমিটার এলাকার একটি দ্বীপ যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য নয় এবং ভ্রমণের ওপরও বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। দেশের প্রায় ৬৮.৬ শতাংশ মানুষের ইতিমধ্যেই টিকাকরণ সম্পন্ন হয়ে গেছে।
5 / 7
দক্ষিণ কোরিয়া- উত্তর কোরিয়া যখন করোনা ভাইরাসের দাপটে জর্জরিত তখন দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা শূন্য। এখনও অবধি পর্যটকদের জন্য এই দেশের সীমান্ত বন্ধ। এমনকি খাদ্য ও পণ্য রপ্তানি-আমদানিও বন্ধ করা রয়েছে এই দেশের।
6 / 7
কুক দ্বীপপুঞ্জ- দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউজিল্যান্ডের সঙ্গে স্বাধীনভাবে সংযুক্ত একটি দ্বীপরাষ্ট্র কুক। ১৫টি দ্বীপের সমন্বয়ে গঠিত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্য। স্কুবা ড্রাইভিংয়ের জন্য জনপ্রিয় এই দ্বীপে মোট জনসংখ্যার ৯৭ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়ে গেছে।
7 / 7
তুর্কমেনিস্তান- তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগর এবং কারাকুম মরুভূমির সীমানায় অবস্থিত। করোনা ভাইরাসের প্রকোপের কারণে দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। কেউ যদি দেশে ফিরতে চায় তাহলে নেগিটিভ রিপোর্ট বাধ্যতামূলক।