Clean a Burnt Pot: রান্না করতে গিয়ে কড়াই পুড়ে গিয়েছে? সহজ টোটকায় বাসন থেকে পোড়া দাগ দূর করুন

Kitchen Tips: রান্না করতে গিয়ে বাসন পুড়ে যেতেই পারে। কিন্তু পাত্র থেকে জেদি পোড়া দাগ তোলা সহজ কাজ নয়। কিন্তু ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে আপনি পাত্র থেকে পোড়া দাগ তুলে ফেলতে পারেন।

| Edited By: | Updated on: Mar 05, 2023 | 9:46 AM
চা বসিয়ে অন্য কাজ করতে গেছেন, এসে দেখছেন চা শুকিয়ে কাঠ। তার সঙ্গে চা তৈরির পাত্রও পুড়ে গিয়েছে। চা অন্য পাত্রে তৈরি করে নিতে পারবেন, কিন্তু ওই পাত্রটা কি ফেলে দেবেন? একদমই না।

চা বসিয়ে অন্য কাজ করতে গেছেন, এসে দেখছেন চা শুকিয়ে কাঠ। তার সঙ্গে চা তৈরির পাত্রও পুড়ে গিয়েছে। চা অন্য পাত্রে তৈরি করে নিতে পারবেন, কিন্তু ওই পাত্রটা কি ফেলে দেবেন? একদমই না।

1 / 8
রান্না করতে গিয়ে বাসন পুড়ে যেতেই পারে। কিন্তু পাত্র থেকে জেদি পোড়া দাগ তোলা সহজ কাজ নয়। কিন্তু ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে আপনি পাত্র থেকে পোড়া দাগ তুলে ফেলতে পারেন।

রান্না করতে গিয়ে বাসন পুড়ে যেতেই পারে। কিন্তু পাত্র থেকে জেদি পোড়া দাগ তোলা সহজ কাজ নয়। কিন্তু ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে আপনি পাত্র থেকে পোড়া দাগ তুলে ফেলতে পারেন।

2 / 8
বেকিং সোডা ব্যবহার করুন। পোড়া পাত্রটি জলে ভিজিয়ে নিন। তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। পাঁচ মিনিট পরে বাসন মাজার শক্ত স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পাত্রটি মেজে নিন। এতে পোড়া দাগ উঠে যাবে।

বেকিং সোডা ব্যবহার করুন। পোড়া পাত্রটি জলে ভিজিয়ে নিন। তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। পাঁচ মিনিট পরে বাসন মাজার শক্ত স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পাত্রটি মেজে নিন। এতে পোড়া দাগ উঠে যাবে।

3 / 8
বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়েও ব্যবহার করুন। বেকিং সো়ডার সঙ্গে ভিনিগার মিশিয়ে পোড়া পাত্রে মাখিয়ে রাখুন। মিনিট দশেক পর মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে পোড়া দাগ।

বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়েও ব্যবহার করুন। বেকিং সো়ডার সঙ্গে ভিনিগার মিশিয়ে পোড়া পাত্রে মাখিয়ে রাখুন। মিনিট দশেক পর মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে পোড়া দাগ।

4 / 8
পাত্র থেকে পোড়া দাগ তুলতে লেবুর রস ব্যবহার করুন। পোড়া পাত্রে লেবুর রস মাখিয়ে রাখুন। তারপর পাতিলেবুর খোসা পাত্রের উপর ঘষে নিন। দশ মিনিট বাদে ভাল করে মেজে নিলেই দাগ দূর হয়ে যাবে।

পাত্র থেকে পোড়া দাগ তুলতে লেবুর রস ব্যবহার করুন। পোড়া পাত্রে লেবুর রস মাখিয়ে রাখুন। তারপর পাতিলেবুর খোসা পাত্রের উপর ঘষে নিন। দশ মিনিট বাদে ভাল করে মেজে নিলেই দাগ দূর হয়ে যাবে।

5 / 8
নুন দিয়েও পরিষ্কার করে নিতে পারেন পাত্রের পোড়া দাগ। বাসন পরিষ্কারের তরল সাবানের সঙ্গে নুন মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ভাল করে মেজে নিলেই হবে। এতে পাত্র থেকে পোড়া দাগ দূর হয়ে যাবে।

নুন দিয়েও পরিষ্কার করে নিতে পারেন পাত্রের পোড়া দাগ। বাসন পরিষ্কারের তরল সাবানের সঙ্গে নুন মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ভাল করে মেজে নিলেই হবে। এতে পাত্র থেকে পোড়া দাগ দূর হয়ে যাবে।

6 / 8
একইভাবে, আপনি বাসন পরিষ্কারের তরল সাবানের সঙ্গে বেকিং সোডা ফুটিয়ে নিতে পারেন। তারপর ওই বাসন মেজে নিলেই পাত্র থেকে পোড়া দাগ দূর হয়ে যাবে। বাসন মাজার শক্ত স্ক্রাবার দিয়ে ঘষে নিন।

একইভাবে, আপনি বাসন পরিষ্কারের তরল সাবানের সঙ্গে বেকিং সোডা ফুটিয়ে নিতে পারেন। তারপর ওই বাসন মেজে নিলেই পাত্র থেকে পোড়া দাগ দূর হয়ে যাবে। বাসন মাজার শক্ত স্ক্রাবার দিয়ে ঘষে নিন।

7 / 8
অনেক সময় পোড়া দাগ স্ক্রাব করলেই উঠে যায়। সেক্ষেত্রে বাসন মাজার শক্ত স্ক্রাবারের বদলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন। লিকুইড সাবান বাসনে মাখিয়ে রাখুন। তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মেজে নিন।

অনেক সময় পোড়া দাগ স্ক্রাব করলেই উঠে যায়। সেক্ষেত্রে বাসন মাজার শক্ত স্ক্রাবারের বদলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন। লিকুইড সাবান বাসনে মাখিয়ে রাখুন। তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মেজে নিন।

8 / 8
Follow Us: