ছবিতে দেখুন: বেড়াতে যাবেন? মুসৌরিকে রাখুন উইশলিস্টে!

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 18, 2021 | 5:22 PM

'কুইন অফ হিলস' নাম পরিচিত উত্তরাখন্ডের অন্যতম হিল স্টেশন মুসৌরি। এক সময় ইংরেজদেরও অন্যতম প্রিয় ছিল এই মুসৌরি। তাই মুসৌরি বেড়াতে গেলে বাদ দেবেন না এই জায়গা গুলো..

1 / 7
উটের কুঁজের মতো আকৃতি হওয়ায় চার কিলোমিটার দীর্ঘ প্রসারিত এই রাস্তার নাম ক্যামেলস ব্যাক রোড।

উটের কুঁজের মতো আকৃতি হওয়ায় চার কিলোমিটার দীর্ঘ প্রসারিত এই রাস্তার নাম ক্যামেলস ব্যাক রোড।

2 / 7
মুসৌরিতে তিব্বতীদের দ্বারা প্রতিষ্ঠিত শেডুপ চোপেলিং মন্দির।

মুসৌরিতে তিব্বতীদের দ্বারা প্রতিষ্ঠিত শেডুপ চোপেলিং মন্দির।

3 / 7
মুসৌরির অন্যতম আকর্ষণ মল রোড।

মুসৌরির অন্যতম আকর্ষণ মল রোড।

4 / 7
মুসৌরির দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট এবং মল থেকে প্রায় ৪00 ফুট উপরে অবস্থিত গান হিল।

মুসৌরির দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট এবং মল থেকে প্রায় ৪00 ফুট উপরে অবস্থিত গান হিল।

5 / 7
লাল তিব্বা যার আক্ষরিক অর্থ হল লাল পাহাড় এবং এটি হল মুসৌরির সর্বোচ্চ পয়েন্ট।

লাল তিব্বা যার আক্ষরিক অর্থ হল লাল পাহাড় এবং এটি হল মুসৌরির সর্বোচ্চ পয়েন্ট।

6 / 7
মুসৌরি ভ্রমণকারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় জায়গা কেমটি জলপ্রপাত।

মুসৌরি ভ্রমণকারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় জায়গা কেমটি জলপ্রপাত।

7 / 7
মুসৌরির অন্যতম আকর্ষণ এবং পর্যটনকেন্দ্র হল মুসৌরি লেক।

মুসৌরির অন্যতম আকর্ষণ এবং পর্যটনকেন্দ্র হল মুসৌরি লেক।

Next Photo Gallery