Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Photography Day: এক নজরে দেখে নিন, ভারতীয় মহিলা ফটোগ্রাফারদের!

১৯শে অগাস্ট পালিত হয় ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে.. এক নজরে দেখে নিন, সেই সব ভারতীয় মহিলাদের যাদের ক্যামেরায় বন্দি হয় সেরা মুহূর্তগুলি।

| Edited By: | Updated on: Aug 19, 2021 | 5:11 PM
পারমিতা চ্যাটার্জি: ভারতের অন্যতম জনপ্রিয় মহিলা ফটোগ্রাফার পারমিতা, যাঁর ক্যামেরায় একাধিক রাজনৈতিক এবং সামাজিক ছবি ধরা পড়ে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কাজ করেন পারমিতা।

পারমিতা চ্যাটার্জি: ভারতের অন্যতম জনপ্রিয় মহিলা ফটোগ্রাফার পারমিতা, যাঁর ক্যামেরায় একাধিক রাজনৈতিক এবং সামাজিক ছবি ধরা পড়ে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কাজ করেন পারমিতা।

1 / 7
চিনা কাপুর: চিনা ভারতের যৌন পল্লি এবং মেন্টাল আসাইলামের একাধিক চিত্র তুলে ধরেন তাঁর ক্যামেরার মাধ্যমে।

চিনা কাপুর: চিনা ভারতের যৌন পল্লি এবং মেন্টাল আসাইলামের একাধিক চিত্র তুলে ধরেন তাঁর ক্যামেরার মাধ্যমে।

2 / 7
অনুশ্রী ফডনবীশ: অনুশ্রী ফডনবীশ হলেন নয়া দিল্লির একজন চিত্রসাংবাদিক। তিনি বিশ্বাস করেন যে প্রতিটি ছবিতে একটি করে গল্প রয়েছে এবং যত বেশি একটি ছবি পর্যবেক্ষণ করা যাবে সেই ছবি ততই বেশি কথা বলবে।

অনুশ্রী ফডনবীশ: অনুশ্রী ফডনবীশ হলেন নয়া দিল্লির একজন চিত্রসাংবাদিক। তিনি বিশ্বাস করেন যে প্রতিটি ছবিতে একটি করে গল্প রয়েছে এবং যত বেশি একটি ছবি পর্যবেক্ষণ করা যাবে সেই ছবি ততই বেশি কথা বলবে।

3 / 7
সৌম্য খান্ডেলওয়াল: সৌম্য বিভিন্ন বিষয়ের ওপর কাজ করেছেন। ভারতে বাল্যবিবাহের চিত্র তুলে ধরেছেন সৌম্য। তিনি তাঁর শক্তিশালী চিত্রের মাধ্যমে, এমন মেয়েদের গল্প তুলে ধরেছেন যারা কোনও আশা বা পালিয়ে বাঁচার আশা ছাড়াই বেঁচে থাকে।

সৌম্য খান্ডেলওয়াল: সৌম্য বিভিন্ন বিষয়ের ওপর কাজ করেছেন। ভারতে বাল্যবিবাহের চিত্র তুলে ধরেছেন সৌম্য। তিনি তাঁর শক্তিশালী চিত্রের মাধ্যমে, এমন মেয়েদের গল্প তুলে ধরেছেন যারা কোনও আশা বা পালিয়ে বাঁচার আশা ছাড়াই বেঁচে থাকে।

4 / 7
কোপাল গোয়েল: কোপাল একজন পর্বতারোহী এবং ফটোগ্রাফার, যিনি রক অ্যান্ড আইস ক্লাইম্বিং, পর্বতারোহণ, বাইকিং এবং সার্ফিংয়ের মতো দৃশ্য ক্যামেরায় বন্দি করেছেন এবং ভারতীয় জনগণের সামনে তুলে ধরেছেন।

কোপাল গোয়েল: কোপাল একজন পর্বতারোহী এবং ফটোগ্রাফার, যিনি রক অ্যান্ড আইস ক্লাইম্বিং, পর্বতারোহণ, বাইকিং এবং সার্ফিংয়ের মতো দৃশ্য ক্যামেরায় বন্দি করেছেন এবং ভারতীয় জনগণের সামনে তুলে ধরেছেন।

5 / 7
রিমা চৌধুরি: দৈনন্দিন জীবনের গল্প বলেন রিমা। প্রাকৃতিক পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়ে দৃশ্যকে ক্যামেরা বন্দি করেন তিনি।

রিমা চৌধুরি: দৈনন্দিন জীবনের গল্প বলেন রিমা। প্রাকৃতিক পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়ে দৃশ্যকে ক্যামেরা বন্দি করেন তিনি।

6 / 7
নিশাত ফতিমা: ফতিমা হায়দ্রাবাদ ভিত্তিক একজন ফটোগ্রাফার এবং লেখক। তিনি 'সুনীত ভার্মার' এবং 'সিরিয়াসলি, সিতারা?'-এর লেখক। তাঁর কাজ বেশ কয়েকটি প্রকাশনায় প্রকাশিত হয়েছে।

নিশাত ফতিমা: ফতিমা হায়দ্রাবাদ ভিত্তিক একজন ফটোগ্রাফার এবং লেখক। তিনি 'সুনীত ভার্মার' এবং 'সিরিয়াসলি, সিতারা?'-এর লেখক। তাঁর কাজ বেশ কয়েকটি প্রকাশনায় প্রকাশিত হয়েছে।

7 / 7
Follow Us: