AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Stroke Day 2022: ব্রেন স্ট্রোক হয়েছে কিনা বুঝবেন কীভাবে? এই ৫ প্রাথমিক উপসর্গগুলি চিনে রাখুন

Warning Signs: স্ট্রোকের কারণে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি ও দীর্ঘমেয়াদী অক্ষমতা কতটা, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্ট্রোকের সমস্ত লক্ষণগুলি সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

| Edited By: | Updated on: Oct 29, 2022 | 10:18 AM
Share
একজন সুস্থ মানুষের কখন কী হবে তা এই পরিস্থিতিতে অজানা। যে কোনও সময় যে কোনও বয়সির মানুষের স্ট্রোক হতে পারে। ভারতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল এই স্ট্রোক। আর এটা সারাতে অবিলম্বে চিকিত্‍সার প্রয়োজন। এমন ভয়ংকর রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়।

একজন সুস্থ মানুষের কখন কী হবে তা এই পরিস্থিতিতে অজানা। যে কোনও সময় যে কোনও বয়সির মানুষের স্ট্রোক হতে পারে। ভারতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল এই স্ট্রোক। আর এটা সারাতে অবিলম্বে চিকিত্‍সার প্রয়োজন। এমন ভয়ংকর রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়।

1 / 9
স্ট্রোক কী? বিশেষজ্ঞদের মতে, রক্তনালীতে রক্ত জমাট বা প্লেকের আকারে চর্বি জমা হলে স্ট্রোক হয়। এই কারণেই  মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায় অথবা বন্ধ হয়ে যায়। রক্ত থেকে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টির প্রবাহকে বাধা দেয়, তাতে মস্তিষ্কের কোষের কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ কিছু ক্ষেত্রে স্ট্রোকের কারণ হতে পারে। স্ট্রোক ২ রকমর- মিনি স্ট্রোক ও স্ট্রোক।

স্ট্রোক কী? বিশেষজ্ঞদের মতে, রক্তনালীতে রক্ত জমাট বা প্লেকের আকারে চর্বি জমা হলে স্ট্রোক হয়। এই কারণেই মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায় অথবা বন্ধ হয়ে যায়। রক্ত থেকে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টির প্রবাহকে বাধা দেয়, তাতে মস্তিষ্কের কোষের কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ কিছু ক্ষেত্রে স্ট্রোকের কারণ হতে পারে। স্ট্রোক ২ রকমর- মিনি স্ট্রোক ও স্ট্রোক।

2 / 9
মিনি স্ট্রোক কী? স্ট্রোক যখন মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়, মস্তিষ্কে দীর্ঘস্থায়ী কোনও প্রভাব ফেলে না, তখন তাকে মিনি স্ট্রোক বলে। এর লক্ষণগুলি অন্যান্য স্ট্রোকের মতন।

মিনি স্ট্রোক কী? স্ট্রোক যখন মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়, মস্তিষ্কে দীর্ঘস্থায়ী কোনও প্রভাব ফেলে না, তখন তাকে মিনি স্ট্রোক বলে। এর লক্ষণগুলি অন্যান্য স্ট্রোকের মতন।

3 / 9
আগামী দিনে বড়সর দুর্ঘটনা এড়াতে সতর্ক হতে হবে। স্ট্রোকের কারণে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি ও দীর্ঘমেয়াদী অক্ষমতা কতটা, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্ট্রোকের সমস্ত লক্ষণগুলি সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

আগামী দিনে বড়সর দুর্ঘটনা এড়াতে সতর্ক হতে হবে। স্ট্রোকের কারণে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি ও দীর্ঘমেয়াদী অক্ষমতা কতটা, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্ট্রোকের সমস্ত লক্ষণগুলি সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

4 / 9
শরীরের বেশি কিছু অংশে অসাড়ভাব- স্ট্রোকের লক্ষণ হিসেবে আক্রান্ত ব্য়ক্তির মুখ, হাত ও পায়ে আংশিক পক্ষাঘাত অনুভব হতে পারে। অধিকাংশ সময়ে শরীরের একপাশে অসাড়ভাব দেখা যায়। স্ট্রোক হয়েছে কিনা তা সনাক্ত করার জন্য রোগীকে হাত-পা নাড়াতে বা হাসতে বলা হয়।

শরীরের বেশি কিছু অংশে অসাড়ভাব- স্ট্রোকের লক্ষণ হিসেবে আক্রান্ত ব্য়ক্তির মুখ, হাত ও পায়ে আংশিক পক্ষাঘাত অনুভব হতে পারে। অধিকাংশ সময়ে শরীরের একপাশে অসাড়ভাব দেখা যায়। স্ট্রোক হয়েছে কিনা তা সনাক্ত করার জন্য রোগীকে হাত-পা নাড়াতে বা হাসতে বলা হয়।

5 / 9
কথা বলতে ও বুঝতে অসুবিধা: ব্যক্তির হঠাত বিভ্রান্তি তৈরি হওয়া, কিছু বুঝতে অসুবিধা হওয়া, এগুলি স্ট্রোকের লক্ষণ। এই ধরণের ঘটনার ক্ষেত্রে শান্ত থাকা ও লক্ষণগুলি সনাক্ত করার জন্য একটি ছোট পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। হঠাত করে একটি বাক্য বলে না পারলে, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারলে দ্রুত রোগীকে সাহায্য করা প্রয়োজন।

কথা বলতে ও বুঝতে অসুবিধা: ব্যক্তির হঠাত বিভ্রান্তি তৈরি হওয়া, কিছু বুঝতে অসুবিধা হওয়া, এগুলি স্ট্রোকের লক্ষণ। এই ধরণের ঘটনার ক্ষেত্রে শান্ত থাকা ও লক্ষণগুলি সনাক্ত করার জন্য একটি ছোট পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। হঠাত করে একটি বাক্য বলে না পারলে, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারলে দ্রুত রোগীকে সাহায্য করা প্রয়োজন।

6 / 9
দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া- হঠাত করে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানো আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। একটি চোখে বা উভয় চোখেই এমনটা ঘটতে পারে। স্ট্রোকের কিছু কিছু ক্ষেত্রে রোগীর দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যেতে পারে। আংশিক দৃষ্টিশক্তি হারালে তা কম গুরুতর হিসেবে ধরে নেওয়া হয়

দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া- হঠাত করে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানো আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। একটি চোখে বা উভয় চোখেই এমনটা ঘটতে পারে। স্ট্রোকের কিছু কিছু ক্ষেত্রে রোগীর দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যেতে পারে। আংশিক দৃষ্টিশক্তি হারালে তা কম গুরুতর হিসেবে ধরে নেওয়া হয়

7 / 9
ভারসাম্য হারিয়ে ফেলা- মস্তিষ্কের ক্ষতির প্রতিক্রিয়া হিসেবে মাথা ঘোরা, বমি বমি ভাব, ভারসাম্য হারিয়ে ফেলার মত লক্ষণ দেখা যায়। এর জেরে আক্রান্ত ব্যক্তির হাঁটা, বসে থাকা বা চলাফেরায় অসুবিধা হয়।

ভারসাম্য হারিয়ে ফেলা- মস্তিষ্কের ক্ষতির প্রতিক্রিয়া হিসেবে মাথা ঘোরা, বমি বমি ভাব, ভারসাম্য হারিয়ে ফেলার মত লক্ষণ দেখা যায়। এর জেরে আক্রান্ত ব্যক্তির হাঁটা, বসে থাকা বা চলাফেরায় অসুবিধা হয়।

8 / 9
প্রচণ্ড মাথাব্যথা: সামান্য রোদে-গরমে থাকলেই মাথাব্যথার কারণ হতে পারে। কিন্তু কোনও কারণছাড়াই যদি অসহনীয় মাথাব্যথা হতে শুরু করে, তাহলে তা গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এমনটা হলে উপেক্ষা করা একেবারেই উচিত নয়। মনের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটাও প্রথম লক্ষণ।স্ট্রোকের লক্ষণগুলি সম্পর্কে সচেতন ও সক্রিয় থাকুন। নিয়মিত পরীক্ষা করান। লক্ষণগুলি সনাক্ত করে চিকিত্‍সা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রচণ্ড মাথাব্যথা: সামান্য রোদে-গরমে থাকলেই মাথাব্যথার কারণ হতে পারে। কিন্তু কোনও কারণছাড়াই যদি অসহনীয় মাথাব্যথা হতে শুরু করে, তাহলে তা গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এমনটা হলে উপেক্ষা করা একেবারেই উচিত নয়। মনের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটাও প্রথম লক্ষণ।স্ট্রোকের লক্ষণগুলি সম্পর্কে সচেতন ও সক্রিয় থাকুন। নিয়মিত পরীক্ষা করান। লক্ষণগুলি সনাক্ত করে চিকিত্‍সা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

9 / 9