Urinary Track Infection: প্রস্রাবের এই কয়েকটি সমস্যাই বলে দেবে আপনি করোনায় আক্রান্ত কি না…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Mar 04, 2022 | 3:18 PM
Corona and UTI: করোনা ভাইরাস (Corona Virus) সংক্রমণ শুধু শ্বাসযন্ত্রেরই (Lungs) ক্ষতি করে না, বরং শরীরের বিভিন্ন গুরত্বপূর্ণ অঙ্গেও প্রভাব ফেলে। সম্প্রতি জানা গেছে, মূত্রনালীও (Urinary Track) প্রভাবিত হয়।
1 / 6
নতুন সমীক্ষায় জানা গেছে, করোনাভাইরাস মূত্রতন্ত্রকেও প্রভাবিত করতে পারে। যার ফলে মূত্রনালীর সংক্রমণে (ইউটিআই) ভুগছেন অনেক করোনা রোগী।
2 / 6
মূত্রনালীর সংক্রমণই হলো ইউটিআই। যাকে বলা হয় ইউরেনারি ট্যাক্ট ইনফেকশন। মূত্রতন্ত্রের যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে এই সংক্রমণ যেমন- কিডনি, মূত্রনালি ও মূত্রাশয়ে।
3 / 6
গবেষণা চলাকালীন, দেখা গেছে 8 জন রোগী অণ্ডকোষের অস্বস্তিতে, ১৪ জনের যৌনাঙ্গ ফুলে যাওয়া, ১৬ জন ব্যথায় ও একজন অ্যারিথেমায় ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হলে ইউটিআইয়ের সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে-
4 / 6
১. সব সময়ই প্রস্রাবের চাপ ২. প্রস্রাব করার সময় জ্বালাপোড়া ৩. ঘন ঘন অল্প পরিমাণে প্রস্রাব হওয়া ৪. প্রস্রাবের রঙে পরিবর্তন ৫. প্রস্রাবের রং লাল, গোলাপি বা রঙ হওয়া ৬. তীব্র গন্ধযুক্ত প্রস্রাব ও ৭. তলপেটে ব্যথা
5 / 6
করোনা সংক্রমণের কারণে ইউটিআই ইনফেকশন হবে কি না তা জানার যদিও কোনো নিশ্চিত উপায় নেই। তবে শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করতে আরটি-পিসিআর পরীক্ষা করা জরুরি। যদি পরীক্ষা পজিটিভ আসে তার মানে আপনার ইউটিআই ইনফেকশন হয়েছে করোনা সংক্রমণের কারণে।
6 / 6
আর যদি করোনা নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে স্বাভাবিক ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ঘটেছে ইউটিআই। এজন্য দায়ী ই-কোলি নামক একটি ব্যাকটেরিয়া। যা প্রাকৃতিকভাবে আপনার শরীরে উপস্থিত থাকে।