Bangkok: ওয়াও – এত সুন্দর! ব্যাংককে ‘স্বর্গসুখ’, দেখুন অ্যালবাম

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 10, 2021 | 8:25 PM

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কলকাতা, তথা ভারত থেকে দূরত্ব ৩,৩৭০ কিলোমিটার। প্লেনে যেতে সময় লাগে ২ ঘণ্টার একটু বেশি। চাও ফ্রায়া নদীর তীরে গড়ে উঠেছিল এই প্রাচীন শহর। পরিবার ও বাচ্চাদের নিয়ে নিপাট আনন্দ উপভোগ করতে যেতেই পারেন ব্যাংকক। খরচের হিসেবে বেজায় সস্তা হতে পারে আপনার ট্রিপ। তার আগে জেনে নিন কী কী দেখার আছে এই স্বপ্নের নগরীতে।

1 / 7
চাও ফ্রারা নদীর সফর ও সেখানে ক্রুজে ডিনার

চাও ফ্রারা নদীর সফর ও সেখানে ক্রুজে ডিনার

2 / 7
সপ্তাহান্তের 'চাটুচাক' মার্কেট

সপ্তাহান্তের 'চাটুচাক' মার্কেট

3 / 7
গ্র্যান্ড প্যালেসে ইতিহাসকে ছুঁয়ে দেখা

গ্র্যান্ড প্যালেসে ইতিহাসকে ছুঁয়ে দেখা

4 / 7
লুমপিনি পার্কে নিরিবিলি সময় কাটানো

লুমপিনি পার্কে নিরিবিলি সময় কাটানো

5 / 7
সিয়াম প্যারাগনের ওশন ওয়ার্ল্ড

সিয়াম প্যারাগনের ওশন ওয়ার্ল্ড

6 / 7
ব্যাংককের রাস্তার সুস্বাদু খাবার

ব্যাংককের রাস্তার সুস্বাদু খাবার

7 / 7
স্কাই ট্রেনের যাত্রায় গোটা ব্যাংকক শহর ঘুরে ফেলা যায়

স্কাই ট্রেনের যাত্রায় গোটা ব্যাংকক শহর ঘুরে ফেলা যায়

Next Photo Gallery