থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কলকাতা, তথা ভারত থেকে দূরত্ব ৩,৩৭০ কিলোমিটার। প্লেনে যেতে সময় লাগে ২ ঘণ্টার একটু বেশি। চাও ফ্রায়া নদীর তীরে গড়ে উঠেছিল এই প্রাচীন শহর। পরিবার ও বাচ্চাদের নিয়ে নিপাট আনন্দ উপভোগ করতে যেতেই পারেন ব্যাংকক। খরচের হিসেবে বেজায় সস্তা হতে পারে আপনার ট্রিপ। তার আগে জেনে নিন কী কী দেখার আছে এই স্বপ্নের নগরীতে।