Mashobra: হিমাচলে রয়েছে এই ছোট্ট জনপদ! একদিন অনাহাসে কাটাতে পারবেন পাহাড়ের কোলে
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 15, 2021 | 5:32 PM
পাহাড় প্রেমীদের কাছে সিমলা বেশ জনপ্রিয়। কিন্তু একথাও অস্বীকার করা যায় না যে, অন্যান্য পর্যটন স্থানের থেকে সিমলা বেশ ঘিঞ্জি। আপনি যদি নিরিবিলি জায়গার সন্ধানে থাকেন, একান্তে পরিবেশের কোলে সময় কাটাতে চান তাহলে ঘুরে আসুন মাসোর্বা।
1 / 5
সিমলা থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত হিমাচলের এই ছোট্ট হ্যামলেট। তাই সিমলা থেকে মাত্র ১ দিন সময় করেই ঘুরে আসতে পারবেন মাসোর্বা থেকে।
2 / 5
রনড্রেনডন, পাইন, ওক আর দেবদারু গাছে ঘেরা ছোট্ট জনপদ এই মাসোর্বা। এই হিল স্টেশনের মাহাত্ম্য হল, এই এলাকা থেকে হিমালয়ের রোমাঞ্চকর ও নৈসর্গিক প্রাকৃতিক ও পাহাড়ি দৃশ্যে চোখ ভরে দেখতে পারবেন।
3 / 5
অ্যাডভেঞ্চার প্রিয় হলে এখানে আপনি স্কিইং, ট্রেকিং, প্য়ারাগ্লাইডিংয়ের মতো নানান অ্যাক্টিভিটিস করতে পারবেন।
4 / 5
প্রকৃতি প্রেমীদের জন্য অনবদ্য ঠিকানা এই মাসোর্বা। তবে পশু প্রেমীরাও নিরাশ হবেন না। পাহাড়ি জঙ্গলে ভাগ্য ভাল থাকলে দেখতে পাবেন বন্য ও পাহাড়ি শিয়াল, হিমালয়ান ঈগল, বেবুন, ভল্লুক।
5 / 5
এছাড়াও শ্রী রাধাকৃষ্ণ মন্দির, দেবতা দুম মন্দির, ব্রিটিশ আমলে মাশোর্বা চার্চের মত একাধিক দর্শনীয় স্থান রয়েছে এখানে।