Himalayan Viewpoints: এই ভিউপয়েন্টগুলি থেকে দেখতে পাবেন হিমালয়ের অন্য রূপ!

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 15, 2021 | 6:07 PM

দেখে নিন কোন কোন ভ্রমণ স্থান অন্তর্ভুক্ত রয়েছে এই ভিউপয়েন্টের তালিকায়...

1 / 5
সান্দাকফু, পশ্চিমবঙ্গ: ট্রেকারদের স্বর্গ এই সান্দাকফু। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে এই জনপ্রিয়তা এর ভিউপয়েন্টের জন্য। এখানে থেকে দেখা যায় মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট মাকালু এবং লোৎসে।

সান্দাকফু, পশ্চিমবঙ্গ: ট্রেকারদের স্বর্গ এই সান্দাকফু। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে এই জনপ্রিয়তা এর ভিউপয়েন্টের জন্য। এখানে থেকে দেখা যায় মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট মাকালু এবং লোৎসে।

2 / 5
পাউরি, উত্তরাখণ্ড: চৌখাম্বা পিক দেখার জন্য আপনাকে যেতে হবে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। তাই এর জন্য বেছে নিন পাউরিকে। পাউরি থেকে চৌখাম্বার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।

পাউরি, উত্তরাখণ্ড: চৌখাম্বা পিক দেখার জন্য আপনাকে যেতে হবে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। তাই এর জন্য বেছে নিন পাউরিকে। পাউরি থেকে চৌখাম্বার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।

3 / 5
কৌশানি, উত্তরাখণ্ড: নন্দাদেবী, মাউন্ট ত্রিশূল এবং পঞ্চচুল্লির পরিষ্কার ভিউ দেখা যায় কৌশানি থেকে।

কৌশানি, উত্তরাখণ্ড: নন্দাদেবী, মাউন্ট ত্রিশূল এবং পঞ্চচুল্লির পরিষ্কার ভিউ দেখা যায় কৌশানি থেকে।

4 / 5
ত্রিউন্ড, হিমাচল প্রদেশ: হিমাচল প্রদেশের জনপ্রিয় ট্রেকিং রুট হল এই ত্রিউন্ড। এখান থেকে আপনি ধৌলাধরের ভিউ দেখতে পাবেন।

ত্রিউন্ড, হিমাচল প্রদেশ: হিমাচল প্রদেশের জনপ্রিয় ট্রেকিং রুট হল এই ত্রিউন্ড। এখান থেকে আপনি ধৌলাধরের ভিউ দেখতে পাবেন।

5 / 5
মাউন্ট পানডিম, সিকিম: সিকিমের রিনচেনপং থেকে যে পানডিম দেখতে পাবেন তা নয়। এখান থেকে উত্তর ও দক্ষিণ কাব্রুর দৃশ্যও দেখতে পাবেন। তাছাড়া সিকিমে গেলে আপনি কোনও ভাবেই এড়াতে পারবেন না কাঞ্চনজঙ্ঘার দৃশ্য।

মাউন্ট পানডিম, সিকিম: সিকিমের রিনচেনপং থেকে যে পানডিম দেখতে পাবেন তা নয়। এখান থেকে উত্তর ও দক্ষিণ কাব্রুর দৃশ্যও দেখতে পাবেন। তাছাড়া সিকিমে গেলে আপনি কোনও ভাবেই এড়াতে পারবেন না কাঞ্চনজঙ্ঘার দৃশ্য।

Next Photo Gallery