Omicron Prevention: ওমিক্রনের হাত থেকে প্রাথমিক নিরাময়ের জন্য বাড়িতে এই জিনিসগুলো অবশ্যই রাখবেন…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 05, 2022 | 2:47 PM
গোটা বিশ্ব গত দুই বছর ধরে করোনার সঙ্গে লড়াই করে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। জেনে নিন ওমিক্রন থেকে দূরে থাকতে হাতের কাছে যা রাখবেন...
1 / 5
থার্মাল ডিভাইস: বাড়িতে হাতের কাছে রাখুন থার্মোমিটার। এই থার্মোমিটার কারো শরীরে স্পর্শ না করে শরীরের তাপমাত্রা মাপা যায়।
2 / 5
অক্সিমিটার: কোভিড পর্বে এটা একটা জরুরি উপকরণ হয়ে দাঁড়িয়েছে। এই যন্ত্রটি রক্তে অক্সিজেনের পরিমাণ মাপে, মাপে পালস রেটও।
3 / 5
ব্লাড প্রেসার মাপার মেশিন: ব্লাড প্রেসার মাপার মেশিনও এই কোভিড-পর্বে রাখা দরকার হাতের কাছেই। এতে যে কারো রক্তচাপ পরিমাপ করা খুব সহজ।
4 / 5
অক্সিজেন কনসেনট্রেটর: করোনায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সব চেয়ে সঙ্কটপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় অক্সিজেন। কোভিডের দ্বিতীয় স্রোতে এটা দেশ দেখেছে। ফলে এই অবস্থা মোকাবিলার জন্য আগে থেকেই প্রস্তুতি জরুরি।
5 / 5
আর একটি জরুরি জিনিস হলো একটি কেস। এটি একটি আধার বা পাত্র যাতে আপনি আপনার স্মার্ট ফোনকে জীবাণুমুক্ত করতে পারেন। এটি বিভিন্ন আকারে পাওয়া যায়। বাইরে থেকে ফিরে এতে অনেক খুচখাচ জিনিসই জীবাণুমুক্ত করে নেওয়া যাবে।